ন্যাভিগেশন মেনু

বিজিবিকে সহযোগিতা করুণঃ লেঃ কর্নেল সেলিম রেজা


সীমান্তে অবৈধ পারাপার, মাদক, নারী ও শিশু পাচার প্রতিরোধ ও পাসপোর্টে যেন যাত্রীরা হয়রানি না হয় সে বিষয়ে বিজিবিকে সহযোগিতা করার আহবান জানিয়েছেন কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সেলিম রেজা।

আজ মঙ্গলবার দুপুরে বেনাপোল বিজিবি কনফারেন্স রুমে বিজিবি’র সাথে স্থানীয় সাংবাদিকদের মত বিনিময় সভায় এ কথা বলেন তিনি।

কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সেলিম রেজা বলেন, গত এক বছরে ৭৫ কোটি টাকার বিভিন্ন পণ্য সামগ্রী উদ্ধারের মধ্যে রয়েছে ১২ কেজি স্বর্ণ, সাড়ে ৫ কেজি রৌপ্য, ৩ লাখ ৬৫ হাজার মার্কিন ডলার, ৬০ লাখ ৭৫ হাজার ভারতীয় রুপি, ৫২ লাখ ২৫ হাজার বাংলাদেশি টাকা, ২২ হাজার বোতল ফেনসিডিল, ৯শ‘ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ, ৩৪০ কেজি গাঁজা, শাড়ী, থ্রিপিছসহ ভারতীয় বিভিন্ন পণ্য।

এসময় এসব মালামালের সাথে ২৮০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধু বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোষ্ট থেকে ৫০ কোটি টাকার পণ্য আটক করা হয়। যা সরকারী রাজস্ব খাতে জমা হয়েছে।

তিনি আরো বলেন, বিশাল সীমান্ত এলাকায় আমরা মাদক নির্মুল করার জন্য চেষ্টা করছি। এসব সীমান্ত পথে অভিনব কায়দায় চোরাচালানিরা মাদক নিয়ে আসে। আমরা মাথার চুলের ভিতর, তরমুজ, কাঁঠাল, প্রসাধনী, শুকনা মরিচের ভিতর থেকে ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছি।

এছাড়া মহিলা ও পুরুষরা গায়ে জড়িয়ে ফেনসিডিল আনছে তাও উদ্ধার করছি। মাদক ব্যবসায়ীরা নিত্য নতুন কৌশল অবলম্বন করছে।

সভায় আরও বলেন, নারীরা বেশী জড়িয়ে পড়েছে মাদক চোরাচালানীতে। বিশেষ করে মাদক বহনে ব্যবহৃত হচ্ছেন তারা। সবাইকে দেশ ও জাতির কল্যানে পাচাররোধে সহযোগিতার আহŸান জানানো হয়।

এসময় সাংবাদিকরা সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বেনাপোল কোম্পানি সদর ক্যাম্পের সুবেদার আবুল কাশেম।

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজিবি’র উপ-অধিনায়ক নজরুল ইসলাম, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল সেলিম রেজা ও স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিকগনয়।

ওয়াই এ / এস এস 

একই ধরণের সংবাদ পেতে এখানে ক্লিক করুন