ন্যাভিগেশন মেনু

বিশ্ব বাণিজ্য সংস্থার ন্যায্য রায়কে স্বাগত জানিয়েছে চীন


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কান্ট্রি অব অরিজিন বা উৎসদেশ সম্পর্কিত চীনের হংকংয়ের দায়ের করা অভিযোগ নিয়ে ২১ ডিসেম্বর বিশ্ব বাণিজ্য সংস্থার একটি বিশেষজ্ঞদল এক প্রতিবেদন প্রকাশ করেছে। 

প্রতিবেদনে যুক্তরাষ্ট্র সংস্থাটির নীতি লঙ্ঘন করেছে বলে উল্লেখ করার পাশাপাশি চীনের হংকংয়ের অভিযোগের প্রতি সমর্থন ব্যক্ত করা হয়। একে ন্যায্য রায় উল্লেখ করে স্বাগত জানিয়েছে চীন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন। 

মুখপাত্র বলেন,চীন সরকারের অনুমোদন এবং ‘গণপ্রজাতন্ত্রী চীনের মূলনীতি’র স্বীকৃতি এবং বিশ্ব বাণিজ্য সংস্থার বহুপক্ষীয় নীতিতে নির্ধারিত হয়েছে হংকংয়ের একক শুল্ক অঞ্চলের অবস্থান। যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার অজুহাতে বাণিজ্য নিয়ে রাজনীতি করছে, যা বিশ্ব বাণিজ্য সংস্থার নীতি লঙ্ঘনের পাশাপাশি মার্কিন স্বার্থেরও হানি করছে।

মাও নিং আরও বলেন, যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট প্রতিবেদন মেনে বাস্তব পদক্ষেপ গ্রহণ করে ভুল সংশোধন করবে এবং নীতির ভিত্তিতে বহুপক্ষীয় বাণিজ্যিক ব্যবস্থা রক্ষা করবে বলে আশা করছে চীন। হংকংয়ের ব্যাপারে বাইরের শক্তির হস্তক্ষেপের বিরোধিতা করে বেইজিং। - সূত্র: সিএমজি