ন্যাভিগেশন মেনু

বুড়িগঙ্গার ৭৪ অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের


ঢাকার হাজারীবাগ ও কামরাঙ্গীরচর এলাকায় বুড়িগঙ্গা নদীর অংশ ‘আদি চ্যানেল’ এ ৭৪টি স্থাপনা, মাটি ভরাট এবং দখল উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ মার্চ) হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আগামী তিন মাসের মধ্যে উচ্ছেদ করতে বিআইডব্লিউটিএ’র ঢাকা জেলা প্রশাসককে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। পরিবেশ অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আমাতুল করিম।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, বুড়িগঙ্গার নদীর আদি চ্যানেল (হাজারীবাগ ও কামরাঙ্গীরচর) এলাকায় দখলকৃত ৭৪টি অবৈধ স্থাপনা তিন মাসের মধ্যে উচ্ছেদ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট, যার মধ্যে রয়েছে টিনশেড বাড়ি, চারতলা ভবন, একতলা ভবন, মাটি ভরাট, মসজিদের আংশিক স্থাপনাসহ ব্যক্তি মালিকানাধীন বাড়ি, সরকারি হাসপাতাল, কারখানা ও সুপার মার্কেট। আদালতের আদেশ অনুসারে পদক্ষেপ নিয়ে আগামী ২৬ জুনের মধ্যে ঢাকার জেলা প্রশাসক এবং বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি জনস্বার্থের মামলায় বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেল এলাকায় নদীর জায়গা দখলকারীদের চিহ্নিত করার জন্য জরিপের নির্দেশনা চেয়ে আবেদন দাখিল করেন।

ওই আবেদনের শুনানি নিয়ে গত বছরের ১২ অক্টোবর জরিপ করার নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুসারে জরিপের জন্য ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং কয়েকমাস জরিপ শেষে নদীর জায়গা দখলকারীদের তালিকা হলফনামা আকারে আদালতে দাখিল করা হয়। এরপর আদালত বৃহস্পতিবার এ আদেশ দেন।

এস এ/ওআ