ন্যাভিগেশন মেনু

বেগমগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় কুপিয়ে জখম


নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী চৌরাস্তায় ওমর ফারুক নামে এক যুবককে মাদক সেবনে বাধা দেওয়ায় কুপিয়ে গুরুতর আহত করেছে কয়েকজন মাদকসেবী।

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। ওমর ফারুক উপজেলার মধ্যম নাজিরপুর গ্রামের আবদুল গফুরের ছেলে।

ওমর ফারুক স্থানীয় সামাজিক সংগঠন যুব কল্যাণ সংঘের সহ-সভাপতি এবং সোনাইমুড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাভাইরাসের নমুনা সংগ্রহে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন।

আহত ব্যক্তি ও স্থানীয়রা জানান, সম্প্রতি এলাকার কয়েকজন বখাটে যুবক যুব কল্যাণ সংঘের ভিতরে ডুকে ইয়াবা সেবন করে। এ ঘটনায় তাদেরকে বাধা দিলে তারা ওমর ফারুকের উপর ক্ষিপ্ত হয়। তাকে নানাভাবে হুমকিও দিয়েছে। সোমবার ওমর ফারুক সোনাইমুড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পথে চৌরাস্তা জননী বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন যুবক তার পথরোধ করে এবং কিছু বুঝার আগেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বেগমগঞ্জ ১০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা জেনারেল হাসপাতালে পাঠায়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান শেখ জানান, পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ডিএ/সিবি/এডিবি