ন্যাভিগেশন মেনু

বেনাপোল সীমান্তে ১৮টি স্বর্ণের বার উদ্ধার


যশোরের বেনাপোল সীমান্ত হতে ১৮টি (২কেজি ১০০ গ্রাম) স্বণের বার্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে গাতিপাড়া মাঠ হতে স্বর্ণের বার গুলো উদ্ধার করা হয়। কোনপাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ সেলিম রেজা জানান, গোপন সংবাদে জানা যায়, স্বর্ণপাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের নায়েক নুরুল ইসলামের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া মাঠে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় একজন পাচারকারীকে দাঁড়াতে বললে সে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগের মধ্য থেকে ২ কেজি একশ‘ গ্রাম ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

যার আনুমানিক বাজার মূল্য ৯২ লাখ ৪০ হাজার টাকা। উদ্ধারকৃত স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় জমা করা হয়েছে ।

ওয়াই এ / এস এস