ন্যাভিগেশন মেনু

বৈশ্বিক উষ্ণতার ফলে পৃথিবী আজ সংকটেঃ পরিবেশ ও জলবায়ু মন্ত্রী


জলবায়ু পরিবর্তনের প্রভাবে বৈশ্বিক উষ্ণতার ফলে পৃথিবী আজ সংকটে পড়ছে বলেছেন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সাত দিনব্যাপী জেলা বনজ ও ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, অ্যামাজন বন দাবানলে পুড়ে যাচ্ছে। এই কারণ মানুষ এর পরিবেশের স্বাভাবিকতায় ব্যাঘাত ঘটিয়েছে। এর ক্ষতির প্রভাব আমাদের ওপর পড়বে।

তিনি আরো বলেন, এ থেকে আমাদের শিক্ষা নিয়ে সচেতন হতে হবে। আমাদের বিশাল বনভূমি রয়েছে, আমরা যেন সেগুলোকে পুড়িয়ে না দিই। বন বাঁচাতে হবে। বেশি করে বৃক্ষরোপণ করতে হবে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী বৃক্ষরোপণে মানুষকে উৎসাহী করছেন। সেজন্য দেশজুড়ে বৃক্ষমেলা চলছে। পরিবেশের ক্ষতি না করে পরিবেশ বাঁচাতে সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য সৈয়দা জহুরা আলাউদ্দিন, জেলা প্রশাসক নাজিয়া শিরিন, পুলিশ সুপার ফারুক আহমেদ, বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এম সামছুল মোহিত চৌধুরী, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ প্রমুখ।

সিবি/এমআইআর