ন্যাভিগেশন মেনু

ভারতফেরত রোগীর শরীরে করোনার আফ্রিকান ভ্যারিয়েন্ট


চট্টগ্রামে করোনা আক্রান্ত ভারতফেরত রোগীর শরীরে আফ্রিকান ভ্যারিয়েন্টের (বি.১.৩৫১) শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপ-পরিচালক (জনসংযোগ ও প্রটোকল) খলিলুর রহমানের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫মে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে ভারতফেরত ছয় বাংলাদেশির কোভিড-১৯ টেস্টের নমুনা সিভাসু’র ল্যাবে পাঠানো হয়। এরমধ্যে ৫ জনের করোনা নেগেটিভ এবং একজনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।

পরে করোনা আক্রান্ত রোগীর স্বাস্থ্যঝুঁকি মূল্যায়ন বিষয়ে একটি গবেষণা চালিয়ে করোনা আক্রান্ত ব্যক্তির নমুনা থেকে SARS-Cov-2 বা নোভেল করোনাভাইরাসের জিনোম সিকোয়েন্স (পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচন) করা হয়। সেখান থেকেই জানা যায় আক্রান্ত ব্যক্তির নমুনায় আফ্রিকান ভ্যারিয়েন্টের (বি.১.৩৫১) উপস্থিতি রয়েছে।

ওয়াই এ/এডিবি/