ন্যাভিগেশন মেনু

ভারত থেকে ফিরছেন পাসপোর্টধারী যাত্রীরা


ভারতে অবস্থানরত বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীরা বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে ফিরছেন। তাছাড়া, ২০০ জন ভারতীয় নাগরিক বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে গিয়েছেন।

সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টা পর্যন্ত ৬৫০ জন বাংলাদেশি যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছে। এদিকে রবিবার ৩ হাজার ৮১ জন যাত্রী বাংলাদেশে প্রবেশ করেছেন। অন্যদিকে ভারতে গিয়েছেন ৩৩৫ জন।

পাসপোর্টধারী যাত্রী চলাচল বন্ধ হলেও দুই বাংলার মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সচল রয়েছে।

ভারতের স্বাস্থ্য বিভাগ জানান, ভারতে অবস্থানরত পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য ফরম পূরণ করা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। পাসপোর্টধারী যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষায় নিশ্চিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।

এছাড়াও ভারতীয় ট্রাক চালক ও হেলপারদের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

বেনাপোল চেকপোস্ট দিয়ে ভুটান ও নেপালের ট্রানজিট ভিসাধারীরা ভারতে প্রবেশ করাতে পারবেন।

এছাড়া প্রকল্পের কাজে নিয়োজিত, অফিসিয়াল পাসপোর্ট, কুটনৈতিক ভিসা, ইউএন পাসপোর্ট, সার্ক ভিসাধারী, বিশেষ ভিসাধারী ছাড়া এই মুহুর্তে কেউ ভারতে যেতে পারবে না।

ওয়াই এ/এডিবি