ন্যাভিগেশন মেনু

মদ খেয়ে মাতলামি, নারী নিয়ে বেপরোয়া নোবেল


জি-বাংলার রিয়েলিটি মিউজিক শো থেকে উঠে আসা সঙ্গীতশিল্পী মাইনুল আহসান নোবেলকে বিতর্কের শেষ নেই। বিতর্কিত কর্মকাণ্ডের জন্য এই শিল্পীকে ঘিরে আলোচনা-সমালোচনা থামছেই না।

এবার এই সঙ্গীতশিল্পী বান্দরবানে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়ানোর পাশাপাশি দুর্ব্যবহার করেছেন স্থানীয় লোকজনের সঙ্গে। 

জানা গেছে, বুধবার (২৫ আগস্ট) বান্দরবানে ভ্রমণে যান নোবেল। রাতে বান্দরবানে পৌঁছার পর এক নারীসহ সঙ্গীতশিল্পী নোবেল বান্দরবান সদরের থানচি স্টেশনের পাশে গার্ডেন সিটি নামের একটি আবাসিক হোটেল উঠেন। সেদিন বান্দরবানের বিভিন্ন এলাকায় নেশা করে ঘুরে বেড়ান। এর পর রাত ১২টায় মদ পান করে হোটেলের অভ্যর্থনা কক্ষে এসে চিৎকার ও চেঁচামেচি শুরু করেন তিনি। এ সময় হোটেলের এক বর্ডারকে লাঞ্ছিত করেন নোবেল।

এ বিষয়ে হোটেল গার্ডেন সিটির মালিক মো. জাফর বলেন, নোবেলের কাণ্ড দেখে আমরা পুলিশকে খবর দিই। পরে পুলিশ এসে রাত ৩টা পর্যন্ত তাকে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, নোবেলের বিষয়ে আমরা হোটেল কর্তৃপক্ষের কাছ জানার পর হোটেলে গিয়ে তাকে বুঝিয়ে শান্ত করেছি।

এদিকে পর নারীকে নিয়ে ভ্রমণে যাওয়ায় নোবেলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তার স্ত্রী সালসাবিল মাহমুদ। সেই সঙ্গে নেশাগ্রস্ত নোবেলের ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের দৃষ্টিও আকর্ষণ করেছেন তিনি।

শুক্রবার (২৭ আগস্ট) সালসাবিল মাহমুদ বলেন, ‘যে মেয়ের সঙ্গে নোবেল বান্দরবানে গিয়েছে, সেই মেয়েটির নাম জেবা। তিনি একজন এয়ার হোস্টেস। চাকরির আড়ালে বিভিন্ন স্থানে মাদক আনা-নেওয়া করে। নোবেল-জেবা দুজনেই মাদকাসক্ত।’

সালসাবিল মাহমুদ আরও বলেন, ‘আমরা বিবাহিত কিন্তু একসঙ্গে থাকি না। মাদক সেবন, নারীঘটিত কারণেই মূলত নোবেলের সঙ্গে থাকি না। একের পর এক এরকম ঘটনা হলে একজন মানুষের সঙ্গে থাকা যায় না। মাদক বা নারীর প্রতি নোবেলের আসক্তি যে পর্যায়ে গেছে, তা এখন আর কারো অজানা নয়। সবকিছু সবার সামনেই ঘটছে।’

২০১৯ সালে কলকাতার বহুল আলোচিত গানের রিয়েলিটি শো সা-রে-গা-মা-পাতে অংশ নিয়ে তুমুল আলোড়ন তৈরি করেন নোবেল। পশ্চিমবঙ্গের অনেক প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি ফাইনালেও ওঠেন। কিন্তু বছরখানেক ধরে গোপালগঞ্জের ছেলে নোবেলের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডে তাকে ঘিরে সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে বাংলা ব্যান্ডের কিংবদন্তি জেমসকে নিয়েও আপত্তিকর পোস্ট দিয়ে তুমুল সমালোচিত হন নোবেল।

ওআ/