ন্যাভিগেশন মেনু

মাকদসহ গ্রেপ্তার ‘বিগ বস’ খ্যাত অভিনেতা আরমান


মাকদসহ গ্রেপ্তার করা হয়েছে বলিউড অভিনেতা ও সাবেক ‘বিগ বস’ প্রতিযোগী আরমান কোহলিকে।

শনিবার (২৮ আগস্ট)  ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো মুম্বাইয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে।

এর আগে অভিনেতার বাড়িতে অভিযান চালায় সংস্থাটি। আরমান কোহলির বিরুদ্ধে মাদকদ্রব্য সেবন করা এবং বাড়িতে বেআইনিভাবে মজুত রাখার অভিযোগ এনেছে এনসিবি। এটাই প্রথম নয়, এর আগে ২০১৮ সালে আইন ভেঙে বাসায় ৪১ বোতল স্কচ হুইস্কি রাখার জন্য আরমানকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরমানকে গ্রেপ্তারের আগে মাদকযোগ থাকায় ভারতের টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিতকে গ্রেপ্তার করে মাদক নিয়ন্ত্রণ সংস্থাটি। চলতি বছরের এপ্রিলে অভিনেতা এজাজ খান এবং আরও কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম উঠে আসায় গত কয়েক মাস ধরে গৌরবের খোঁজে ছিল এনসিবি।

উল্লেখ্য, ‘বিগ বস’-এর সপ্তম সিজনে অংশ নিয়েছিলেন আরমান। সেখানেও অন্যান্য প্রতিযোগীদের সঙ্গে একাধিকবার বাক-বিতণ্ডায় জড়িয়েছিলেন তিনি। ‘বিগ বস’-এর সময়ই বলিউড অভিনেত্রী কাজলের বোন তানিশা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতা হয়েছিল তার।

ভারতীয় নির্মাতা রাজকুমার কোহলি ও অভিনেত্রী নিশি দম্পতির ছেলে আরমান কোহলি। ১৯৮২ সাল থেকে সিনেমার সঙ্গে যুক্ত ৪৯ বছর বয়সী এই অভিনেতা।

ওআ/