ন্যাভিগেশন মেনু

মাতৃভক্তির অনন্য দৃষ্টান্ত, ১৩ বছর নৌকায় বাস


মাতৃভক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন নুরু মিয়া। পারিবারিক কলহ এড়াতে মা’কে নিয়ে ১৩ বছর নৌকায় বসবাস করছেন নুরু মিয়া। 

আড়াই শতাংশ জমিতে একটি বাড়ি আছে নুরু মিয়ার। তবে সেখানে থাকা হয় না তাঁর। স্ত্রী চান না নুরুর মা তাঁদের সংসারে থাকুন। অনেক সালিস করেও মীমাংসা হয়নি। কিন্তু মাকে ছাড়া থাকবেন কী করে নুরু! তাই একদিন সব ছেড়ে মাকে নিয়ে নৌকায় উঠলেন তিনি। 

সেই থেকে নদী-নৌকাই তাঁর আর মায়ের বাড়ি-জমি-সংসার। তাও তো  দু-এক মাস বা বছর নয়, ১৩ বছর ধরে নৌকায় মা-ছেলের বসবাস!

নুরু মিয়া নদীতে মাছ ধরেন। এ থেকে যা আয়-রোজগার হয় তা দিয়েই চলে মা-ছেলের সংসার। মায়ের বয়স ৯০-এর কাছাকাছি, কিন্তু এখনো তিনি পান না সরকারি কোনো ভাতা। এ বিষয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে ঘুরেও কাজ হয়নি। 

তাই এখন আর কারো কাছে যান না তাঁরা। নুরু মিয়ার (৫৩) মায়ের নাম গোলাপী (৮৭), বাবা মৃত আশ্রাফ আলী। মা-ছেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার পূর্ব ডামুড্যা ইউনিয়নের রামরায়কান্দি গ্রামের ভোটার।

এস এস