ন্যাভিগেশন মেনু

মাস্কের উপর দিয়ে নাকে নথ পড়ে বিয়ে বাড়িতে হাজির


করোনাকালেও থেমে নেই বিয়ে-সাদি। আর বিয়েবাড়িতে  সাজগোজ ছাড়া যাওয়া যায় নাকি? মোটেও না। যতই অতিমারীর আতঙ্ক ছড়াক না কেন, কিছু কিছু মানুষকে বিয়েবাড়িও যেতে হবে, সাজগোজও করতে হবে। 

অথচ, কোভিড বিধিকেও বুড়ো আঙুল দেখালে চলবে না। মানে, অন্তত মাস্কটুকু তো পরতেই হবে। কিন্তু মাস্ক পরলে যে সাজের কিছুটা ঢাকা পড়ে যাবে! নাকের নথখানা তো দেখাই যাবে না, তাই না?

চিন্তা করবেন না। বরং হালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়া আইপিএস অফিসার দীপাংশু কাবরার এই পোস্টটি দেখুন।

দীপাংশুর পোস্টে এক অজ্ঞাতপরিচয় মহিলাকে বিয়েবাড়ির সাজে দেখা গিয়েছে। স্থান জানা যায়নি। মহিলার মুখে মাস্ক পরা। কিন্তু নজর কেড়েছে, তাঁর নাকের বড়সড় নাকছাবি এবং সুদৃশ্য নথখানি। 

ভাবছিলেন, মাস্ক পরা অবস্থায় নাকছাবি কী করে দেখা যায়, তাই তো? ছবিটা দেখে নিয়েছেন তো! মহিলা মাস্কের উপরেই ঝুলিয়ে দিয়েছেন নাকছাবি-সহ নথটি। অর্থাৎ মাস্কও রইল, গয়নাও রইল। নিরাপত্তাও রইল, আবার সাজসজ্জাও।

ছবিটি প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়ার বন্যা বয়ে গিয়েছে। অনেকেই এই মহিলার উদ্ভাবনী ক্ষমতার প্রশংসা করেছেন, আর বাকিরা করেছেন ব্যঙ্গোক্তি। কেউ কেউ আবার রসিকতা করতেও ছাড়েননি। 

নানা ধরনের মিমে ছড়িয়ে গিয়েছে ফেসবুক, টুইটার। ট্রেন্ডিং হয়েছে ‘জুয়েলারি জুগাড়’  হ্যাশট্যাগ।

এস এস