ন্যাভিগেশন মেনু

মেজর (অব:) সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপসহ ৮ পুলিশ কারাগারে


প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাক্তন দেহরক্ষী অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যা মামলায় কক্সবাজার জেলার টেকনাফ থানার সদ্য প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস আত্মসমর্পনের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হয়।

আদালতের নির্দেশে তাদের কারগারে পাঠিয়ে দেওয়া হয়। তার সঙ্গে পুলিশের আরো ৮ সদস্যকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। মেজর সিনহা হত্যার আসামিদের আদালতে আনার খবরে অসংখ্য মানুষ ভিড় করেছেন আদালত চত্বরে।  

প্রদীপ কুমার দাস আদালতে আত্মসমর্পণ করতে পুলিশি হেফাজতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশে রওনা হন।কক্সবাজারের আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা হত্যা মামলার অন্যতম আসামি ওসি প্রদীপসহ ৯ পুলিশকে গ্রেপ্তারি পরোয়ানা জারির ১৪ ঘণ্টা পর পুলিশের মাধ্যমে আদালতে আত্মসমর্পণ করেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে  রয়েছে টেকনাফ থানা থেকে প্রত্যাহার হওয়া ওসি প্রদীপ কুমার দাশ, ভাষাটা চেকপোস্টের দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক লিয়াকত হোসেন, উপপরিদর্শক নন্দলাল রক্ষিত, কনস্টেবল সাফানুর করিম, কনস্টেবল কামাল হোসেন, কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন, এএসআই লিটন মিয়া, এএসআই টুটুল ও কনস্টেবল মোহাম্মদ মোস্তফা।

মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমারসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে তিনি নিহত হন।  প্রদীপ কুমার দাশ টেকনাফ মডেল থানায় ওসি হিসেবে যোগ দেন ২০১৮ সালে।

তিনি উপপরিদর্শক পদে ১৯৯৫ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন। প্রদীপ কুমার দাশ ২০১৯ সালে পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পান। এর আগে একাধিকবার রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন তিনি।

এস এস