ন্যাভিগেশন মেনু

মৌলভীবাজারে পরিবহণ শ্রমিকদের কাছে জিম্মি যাত্রীরা


মৌলভীবাজার-শমশেরনগর রোড সংস্কার না হওয়ার অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে দিগুণ ভাড়া আদায় করছে পরিবহণ শ্রমিকরা। এনিয়ে যাত্রীরা সংশ্লিষ্ট দপ্তরে মৌখিকভাবে একাধিক বার আবেদন করলেও এ সংবাদ লেখা পর্যন্ত কোনো প্রতিকার হয়নি।

যাত্রীরা অনেকটা পরিবহন শ্রমিকদের কাছে জিম্মি হয়ে প্রতিদিন দিগুণ ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। প্রতিবাদ করলে হতে হয় হয়রানির শিকার।

জানা যায়, ব্যস্ততম ওই রোডে মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট, মৌলভীবাজার টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সমাজ সেবার এতিম ও প্রতিবন্ধী মেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, চক্ষু হাসপাতাল, রেডিও পল্লী কন্ঠের অফিস, এম ঈসরাইল এ এম আমীর উচ্চ বিদ্যালয়, জিরেনিয়াম ইংলিশ মিডিয়াম স্কুলসহ সরকারী-বেসরকারী অনেক প্রতিষ্ঠান রয়েছে। এছাড়াও ওই রোড দিয়ে বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করেন। সব মিলিয়ে ওই রোড দিয়ে প্রতিদিন কমলগঞ্জ, শমশেরনগর, কুলাউড়া ও শ্রীমঙ্গলের কয়েক হাজার লোক যাতায়াত করেন।

এদিকে মৌলভীবাজার-শমশেরনগর রোড দীর্ঘদিন পর সংস্কারের কাজ অনেকটা সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ওই রোডের মাতারকাপন এলাকা থেকে আতুরের ঘাট পর্যন্ত নতুন পিছ ঢালাই হলেও যাত্রীদের কাছ থেকে সংস্কার চলাকালীন সময়ে দিগুণ ভাড়া আদায় করা হচ্ছে। এ নিয়ে যাত্রীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের ফুড বিভাগের বিভাগীয় প্রধান খাদেমুল বাশার আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, সাধারণ যাত্রীদের পাশাপাশি কলেজের শিক্ষার্থীদেরকেও দিগুণ ভাড়া গুনতে হচ্ছে। কলেজে যাতায়াতের সময় ভাড়া নিয়ে প্রতিনিয়ত বাকবিতন্ডা হয়। অধিকাংশ শিক্ষার্থীদের পক্ষে ওই ভাড়া দেয়া অসম্ভব।

তিনি আরও বলেন, ‘গত সোমবার এক সিএনজি চালক ১০টাকা ভাড়ার জায়গায় ২০ টাকা দাবি করলে আমি এর প্রতিবাদ করি। তখন সিএনজি চালক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে সম্মান বাঁচাতে ২০ টাকা দিয়ে চলে আসি।

স্থানীয় বাসিন্দা শেখ মহসিন বলেন, ২০ টাকা ভাড়ার জায়গায় ৩৫/৪০ টাকায় দিতে হচ্ছে। প্রতিবাদ করলে সিএনজি চালকরা খারাপ ব্যবহার করে।

মৌলভীবাজার-শমশেরনগর রোডের সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন সংগঠনের সভাপতি সুজা মিয়া বলেন, রাস্তা খারাপ থাকায় বেশি ভাড়া নেয়া হচ্ছে। তবে জোর করে নয়। আগামী শুক্রবার শ্রমিকরা বসে পূর্বের ভাড়ায় ফিরে যাওয়ার জন্য চেষ্টা করবো।

জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারি-পরিচালক আল-আমিন বলেন, ব্যস্থতম এই রোডে এভাবে দফায় দফায় ভাড়া বাড়ানো বেআইনী। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এস এইচ/ এস এ/ওআ