ন্যাভিগেশন মেনু

রাজধানীর টিকাটুলিতে প্রেমিকার হাতে প্রেমিক খুন


রাজধানীর সায়েদাবাদ এলাকার টিকাটুলিতে ৪৮ বছর বয়সী এক প্রেমিকার হাতে খুন হয়েছেন তার ৩৩ বছর বয়সি প্রেমিক সজীব হাসান। এ ঘটনায় প্রেমিকা শাহনাজ পারভীনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে ওয়ারী থানার টিকাটুলি এলাকার কে এম দাস লেনের একটি বাসার চতুর্থ তলা থেকে সজীবের পাঁচখণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশীরা জানায়, ৫ থেকে ৬ বছর আগে স্বামী-স্ত্রী পরিচয়ে সায়েদাবাদের কে এম দাস লেনের ৬ তলা ভবনের চতুর্থ তলায় বাসা ভাড়া নেন শাহনাজ ও বাসের টিকিট কাউন্টারের কর্মী সজীব।

ডিএমপির ওয়ারী বিভাগের উপ-কমিশনার ইফতেখারুল ইসলাম সংবাদমাধ্যমকে বলেন, স্ত্রী তিনদিন ধরে নিখোঁজ থাকায় মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) ওয়ারি থানায় সাধারণ ডায়েরি করেন শাহনাজের আসল স্বামী। বৃহস্পতিবার শাহনাজ তার আগের স্বামীকে ফোন দিয়ে বলেন তিনি বিপদে আছেন। এ ফোন পেয়ে স্বামী পুলিশ নিয়ে হাজির হন ওই বাসায়। এ সময় দেখতে পান সজীবের ৫ খণ্ড মরদেহের পাশে বসে আছে তার স্ত্রী শাহনাজ।

তিনি জানান, পারভীন তার স্বামীর বাসা থেকে তিন দিন আগে টাকা-পয়সা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে সজীবের বাসায় ওঠেন। জিডি হওয়ার পর মোবাইল ফোন ট্র্যাক করে শাহনাজের অবস্থান নিশ্চিত হয়ে সজীবের বাসায় যায় পুলিশ। সেখানে পারভীনকে পাওয়ার পাশাপাশি সজীবের মরদেহ মেলে। মরদেহের তিন টুকরো ঘরের মেঝেতে এবং দুই টুকরো টয়লেটে পড়েছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনি বলেন, বৃহস্পতিবার সকালে দুজনের মধ্যে ঝগড়া হয়। এ সময় এই হত্যাকাণ্ড ঘটে। শাহনাজ বলেন, সজীবের সঙ্গে তার প্রথমে ঝগড়া হলে সজীব তাকে ছুরি দিয়ে আঘাত করে। পরে ধস্তাধস্তির একপর্যায়ে ছুরি শাহনাজের হাতে চলে আসে। তখন ছুরি দিয়ে আঘাত করলে সজীব মারা যান। হত্যার পর রান্নাঘর থেকে বঁটি এনে সজীবের মরদেহ পাঁচ টুকরো করেন শাহনাজ। এ সময় নিজের হাতও কেটে যায়।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সজীবের গ্রামের বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডু এলাকায়।

এডিবি/