ন্যাভিগেশন মেনু

রাজাকারের সন্তানদের আওয়ামী লীগ করতে দেওয়া হবে না: নিক্সন


ফরিদপুরে আর কোনো রাজাকারের সন্তানদের আওয়ামী লীগের রাজনীতি করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ফরিদপুর-৪ আসনের সংসদ ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন।

শুক্রবার (২৬ মার্চ) বিকালে ফরিদপুর কবি জসীমউদ্দীন হলে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে শহীদ পরিবারের সদস্যদের পূনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

নিক্সন বলেন, শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে এদেশে মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হবে, আর মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হলে শহীদ পরিবার ও   মুক্তিযুদ্ধা পরিবারের সদস্যরা সম্মানের সাথে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারবে।

তিনি আরও বলেন, 'যে সকল নেতা দুই হাজার, আড়াই হাজার খেয়ে খুনি মাদক ব্যবসায়ীকে কমিটিতে দিতে সুপারিশ করেন, আগামীতে তাদের  সুপারিশে কোনো পদবী কেউ পাবেন না। টাকা খেয়ে যারা কমিটি দেয় ,তাদের দিয়ে আওয়ামী লীগ চলবেনা, এদের বাদ দিতে হবে।'

শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটি ফরিদপুরের উদ্যোগে আয়োজিত সভায় ফরিদপুরের আহ্বায়ক মো. সাজ্জাদুল হক সাজ্জাদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামছুল হক ভোলা মাস্টার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামিম হক, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের যুগ্ন-আহ্বায়ক মাসুদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম নিলু, ফরিদপুর পৌরসভার ১২ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোঃ নাসির।

সভায় আরও বক্তব্য রাখেন, উক্ত সংগঠনের যুগ্ন-আহ্বায়ক মানিক মজুমদার, জাকারিয়া মাতুব্বর, নুর মোহাম্মাদ,বোয়ালমারী উপজেলা কমিটির আহ্বায়ক মান্নান মাতুব্বর, মধুখালী কমিটির আহ্বায়ক অরুন সরকার।

সভা পরিচালনা করেন ফরিদপুরের শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব উৎপল সরকার সাগর।

এস এম এম/ এস এ/এডিবি/