ন্যাভিগেশন মেনু

রাত পোহালেই ২ সিটির নির্বাচন


আর মাত্র কয়েকঘণ্টা বাকি। রাত পোহালেই অনুষ্ঠিত হবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন।

দেশের সাপ্তাহিক ছুটির দিনটি শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত শহরের মোট ২ হাজার ৪৬৮টি ভোট কেন্দ্রে নির্বাচন চলবে।

এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে প্রায় ৫০ হাজার নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই শহরে বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়েছেন তাঁরা।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শনিবার নির্বাচন যাতে ভালভাবে হয় তার জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে ভোট কেন্দ্রগুলিতে পরিদর্শন করেছেন নির্বাচনী কর্মকর্তারা।

নিরাপত্তা রক্ষীদেরও মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি ঢাকার যারা বাসিন্দা নন তাঁদের শহর ছা়ড়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে ঢাকার নাগরিকদের ছবি-সহ পরিচয়পত্র নিয়ে রাস্তায় বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে শহরজুড়ে তল্লাশি চালানোর ফলে মোট ১৪ জন গ্রেপ্তার হয়েছে। তারা ভোটের আগে হিংসা ছড়ানোর উদ্দেশ্য নিয়ে জড়ো হয়েছিল সন্দেহ করছে পুলিশ।

এদিকে আগামিকাল শনিবারের নির্বাচনে পুলিশ যাতে নিরপেক্ষ আচরণ করে তার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ প্রসঙ্গে ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘সমস্ত পুলিশকর্মীকেই নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

কোনওভাবে যাতে তাঁরা পক্ষপাতমূলক আচরণ না করেন সে বিষয়েও সর্তক করা হয়েছে। প্রকৃত ভোটারদের যাতে ভোট দিতে কোনও অসুবিধা না সেদিকেও খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের অতি সক্রিয়তা বা বাড়াবাড়ির কারণে কেউ যেন তাঁর গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত না হন এটাই আমরা নিশ্চিত করতে চাই।

 প্রসঙ্গত উল্লেখ্য, এবারই প্রথম পুরো ভোটগ্রহণ প্রক্রিয়াটি চলবে ইভিএম-এ। এর ফলে সাধারণ মানুষদের অনেকেই কিছুটা চিন্তায় আছেন। আসলে এর আগে কোনওদিন কাগজ ছাড়া শুধুমাত্র EVM-র মাধ্যমে ভোট দেননি।  

এস এস