ন্যাভিগেশন মেনু

রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেলো ১৯ প্রতিষ্ঠান


২০১৮ সালে শিল্প খাতে বিশেষ অবদান রাখার জন্য ছয় ক্যাটাগরিতে ১৯টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ পুরস্কার দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম।

জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি প্রদান, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে প্রতি বছর রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কারে মনোনীত প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ৩টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ২টি প্রতিষ্ঠান।

বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দ্বিতীয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তৃতীয় হয়েছে যৌথভাবে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম তাফরিদ কটন মিলস লিমিটেড, যৌথভাবে দ্বিতীয় শেলটেক টেকনোলজি লিমিটেড ও অটো টেক্স লিমিটেড ও তৃতীয় হয়েছে মেসার্স এনভয় ফ্যাশনস লিমিটেড।

ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে কনসেপ্ট নিটিং লিমিটেড, দ্বিতীয় এপিএস ডিজাইন ওয়ার্কস লিমিটেড ও তৃতীয় সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড।

মাইক্রো শিল্পে প্রথম পুরস্কার পেয়েছেন ট্রিম টেক্স বাংলাদেশ, দ্বিতীয় মাসকো ওভারসিস লিমিটেড এবং তৃতীয় ক্রিমসন রেসেলা সি ফুড লিমিটেড।

কুটির শিল্পে পুরস্কার পেয়েছে ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস লিমিটেড, ইন্টেলিজেন্স কার্ড লিমিটেড এবং রূপকথা যুব ও মহিলা উন্নয়ন সংস্থা।

হাইটেক শিল্পে সার্ভিস ইঞ্জিন লিমিটেড এবং মেটাটিউব এশিয়া লিমিটেড পুরস্কার পেয়েছে।

এস এ /এডিবি