ন্যাভিগেশন মেনু

রায়পুরে মেঘনা থেকে অস্ত্রসহ ৭ জলদস্যু আটক


লক্ষীপুরের রায়পুরে মেঘনা নদী থেকে কোস্ট গার্ডের একটি দল অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ ৭ জলদস্যুকে আটক করেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে রায়পুর উপজেলার হায়দরগঞ্জ ক্যাম্প কোস্ট গার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো: নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

কোস্টগার্ডের অভিযানে আটককৃতরা হলো - আক্তার মোল্লাহ্ (২৮), শফিক হাওলাদার (২০), বারেক শিকদার (২৬), ইসমাইল মোল্লাহ্ (২২), দীন ইসলাম (২৫), মুক্তার মোল্লাহ্ (২০) ও আক্তার রাঢ়ী (২৩)।

আটকৃতদের প্রত্যেকের বাড়ি বরিশাল জেলার হিজলা এলাকায়।

নজরুল ইসলাম জানান, ‘ভোর রাতে অভিযান চালিয়ে মেঘানা নদী থেকে জলদস্যুদের আটক করা হয়েছে। এ সময় জলদস্যুদের ব্যবহৃত দেশিয় অস্ত্র লোহার হুক, চারটি কাঠের মুগুর, চারটি চাপাতি, তিনটি শাবল, রাকসা, দামদা, লোহার পাইপ ও পাম্প জব্দ করা হয়। পরে আটককৃতদের নিকটবর্তী রায়পুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

এম এম/এমআইআর/এডিবি