ন্যাভিগেশন মেনু

লকডাউনে কারখানা খোলা রাখতে রবিবার বিজিএমইএ’র সংবাদ সম্মেলন


করোনা সংক্রমণ রোধে সরকার আগামী ১৪ এপ্রিল থেকে কঠোর লকডাউনে যাচ্ছে। এসময় অফিস ও যানচলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে লকডাউনে পোশাক কারখানা খোলা রাখতে চায় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ ও ইএবি। 

শনিবার (১০ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা রবিবার (১১ এপ্রিল) যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন করার কথা জানায়।

এ বিষয়ে রবিবার (১১ এপ্রিল) প্রজ্ঞাপন জারি হবে। বিজিএমইএ’র সদ্য নির্বাচিত সভাপতি ফারুক হাসান গণমাধ্যমকে বলেন, গার্মেন্টসগুলোকে লকডাউনের আওতার বাইরে রাখা জরুরি। গত বছর করোনার প্রথম ঢেউয়ে গার্মেন্ট শ্রমিকরা ছিল তুলনামূলক নিরাপদ। মালিকরা করোনায় আক্রান্ত হলেও শ্রমিকরা হয়নি। এই মুহূর্তে কারখানা বন্ধ করলে শ্রমিকরা সব গ্রামে ফিরতে শুরু করলে সারাদেশে সংক্রমণ ছড়িয়ে যাবে। এই পরিস্থিতিতে সরকারের জারি করা আসন্ন সর্বাত্মক লকডাউনে কারখানা খোলা রাখতে রবিবার ১২টায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

ওআ/