ন্যাভিগেশন মেনু

লক্ষীপুরে উপনির্বাচনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ


সাবেক স্বতন্ত্র সাংসদ শহিদ ইসলাম পাপুলের শুন্যপদে জাতীয় সংসদের ২৭৫, লক্ষীপুর -২ (রায়পুর ও সদর আংশিক) আসনের উপনির্বাচনে বাছাই পর্বে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

তিনজন প্রার্থীর মধ্যে রয়েছেন - বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শেখ মোহা. ফায়েজ উল্যাহ শিপন এবং বাংলাদেশ কংগ্রেস থেকে মো. আবুল কালাম আজাদ বাবুল।

শুক্রবার (১৯ মার্চ) বেলা ১১টার দিকে রিটানিং অফিসার ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদার জেলা নির্বাচন অফিস কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতিতে এ ঘোষণা দেন।

এ সময় তাকে সহযোগীতা করেন, সদর আংশিক সহকারী রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার নাজিম উদ্দিনসহ অন্যান্য সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা।

আগামী ২৪ মার্চ প্রার্থী পদ প্রত্যাহার। ২৫ মার্চ প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ এপ্রিল।

লক্ষীপুর -২ আসনটি লক্ষীপুর সদর উপজেলার ৯টি ইউনিয়ন, রায়পুর পৌরসভা ও রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এই আসনে মোট ১৩২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৪ লাখ ২ হাজার ৯৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মানব পাচার ও ঘুষ কেলেংকারীর মামলায় উক্ত আসন থেকে নির্বাচিত আন্তর্জাতিকভাবে বহুল আলোচিত সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলকে সাজা দেয় কুয়েতের একটি আদালত। এরপর ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্যপদ শুন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। গত ৩ মার্চ ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী ১৮ মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ও ১৯ মার্চ যাচাই বাছাই আর ১১ এপ্রিল ভোট অনুষ্ঠানের কথা রয়েছে।

এমএম/ওয়াই এ/এডিবি