ন্যাভিগেশন মেনু

লক্ষীপুরে নদীর পাড়ে জেলের মৃতদেহ উদ্ধার


লক্ষীপুরের সদর উপজেলার চররমনী মোহন এলাকার চর মেঘা গ্রাম থেকে এক জেলের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২ জুলাই) ভোর বেলায় দুর্বৃত্তরা আব্দুল লতিফকে হত্যার পর নদীর পাশেই চর মেঘা গ্রামে গাছের সাথে ঝুলিয়ে রাখে অভিযোগ নিহত স্বজনদের। আব্দুল লতিফ পেশায় একজন জেলে এবং সদর উপজেলার চররমনী মোহন এলাকার নাসির মিয়ার পুত্র।

স্থানীয়রা জানান, ‘পূর্ব শত্রুতার বিরোধ ধরে জেলে আব্দুল লতিফকে হত্যার পর মৃতদেহ ফেলে রেখেছেন। তিনি রাতে নদীতে মাছ ধরার জন্য যায়। পর দিনই নদীর পাড়ে চর মেঘায় গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়।’

এ বিষয়ে সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, ‘নিহতের স্বজনসহ স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ গিয়ে চররমনী মোহন এলাকার চর মেঘা গ্রাম থেকে গাছের সাথে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। ঘঁনাটি তদন্ত করে দেখা হচ্ছে। ময়না তদন্তের জন্য মৃতদেহ উদ্ধার করে সদর হসপিটাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’

এম এম/এমআইআর/এডিবি