ন্যাভিগেশন মেনু

লক্ষীপুরে প্রধানমন্ত্রীর প্রনোদনার চেক বিতরণ


লক্ষীপুরের রায়পুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) যৌথ আয়োজনে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও মাঝারি পল্লী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রনোদনা প্যাকেজের আওতায় ১২ জন উদ্যোক্তাদের মাঝে সাড়ে ১২ লক্ষ টাকার ঋনের চেক বিতরন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রায়পুর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সাবরীন চৌধুরীর সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ১২জন উপকারভোগীর মাঝে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন।

অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন-রায়পুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ, পৌর মেয়র গিয়াস উদ্দীন রুবেল ভাট, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন, লক্ষীপুর বিআরডিবি'র উপ-পরিচালক সাধনা রানী দেবনাথ ও রায়পুর উপজেলা বিআরডিবি'র চেয়ারম্যান মো. সৈয়দুজ্জামান মোল্লা।

এম এম/এমআইআর/ওআ