ন্যাভিগেশন মেনু

লাউয়াছড়ায় দেড় ঘন্টা রেলযোগাযোগ বিচ্ছিন্নর পর স্বাভাবিক


ঢাকা থেকে আসা সিলেটগামী পারাবত এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানে রেল লাইনের ওপর গাছ পড়ে সারাদেশের সাথে রেলযোগাযোগ বন্ধ ছিল। দেড় ঘণ্টা পরে গাছটি অপসারণ করা হলে আবার রেলযোগাযোগ সচল হয়।

বৃহস্পতিবার (১০ জুন) সাড়ে ১১ টায় কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেল লাইনে এ ঘটনা ঘটে। পরে দুপুর ১টার দিকে গাছটি অপসারণ করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর পারাবত শ্রীমঙ্গল লাউয়াছড়া পাহাড় থেকে পড়ে যাওয়া গাছএর সাথে ধাক্কা খেয়ে আটকা পড়ে। পরে রেল বিভাগ ও বন বিভাগের কর্মচারীরা গাছ কেটে রেল যোগাযোগ স্বাভাবিক করেন। 

স্থানীয় সাজু বলেন, হঠাৎ করে একটি গাছ পারাবত এক্সপ্রেস এর লোকোমেটিভ এর উপর পড়ে পারাবত এর লোকো ক্ষতিগ্রস্ত হয়। বহু সময় ধরে আটকে থেকে লাইন ক্লিয়ার হয়েছে। 

স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, গাছ পড়ে এক ঘন্টা ট্রেন আটকে ছিল। পরে লাইন ক্লিয়ার করে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। এঘটনায় ভানুগাছ রেল স্টেশনে চট্রগ্ৰামগামী পাহাড়িকা এক্সপ্রেস আটকে গেছে। 

এসএইচ/সিবি/ওআ