ন্যাভিগেশন মেনু

শার্শায় অচেতন ব্যক্তির কাছ থেকে সোনার বার উদ্ধার


যশোরের শার্শায় ৫৭৫ গ্রাম ওজনের একটি স্বর্ণের বারসহ শরিফুল ইসলাম মোল্ল্যা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই স্বর্ণের বারটি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর মোল্ল্যাপাড়ার মৃত আজিজুর রহমান মোল্ল্যার ছেলে। শরিফুল শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. জাহিদুল ইসলাম বলেনসোমবার সন্ধ্যায় স্থানীয়রা নাভারণ বাসস্ট্যান্ডে অজ্ঞান অবস্থায় একজন লোককে পড়ে থাকতে দেখে যায়।

সেখান থেকে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা । এ সময় তাকে চিকিৎসা দিতে গেলে তার বাম হাতে জড়ানো অবস্থায় অ্যাংলেটের ভেতর একটি স্বর্ণের বার দেখতে পাই। 

এ সময় আমি ও স্থানীয়রা থানায় সংবাদ দেই। পরে থানা থেকে পুলিশ কর্মকর্তারা এসে স্বর্ণের বারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ডা. জাহিদুল ইসলাম বলেনশরিফুল ইসলামকে কেউ চেতনানাশক কিছু খাইয়েছে।

শার্শা থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই খাইরুল বাশার বলেনশার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জাহিদুল ইসলামের ফোন পেয়ে আমরা স্বর্ণের বারটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। শরিফুল ইসলামকে পুলিশ হেফাজতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।

সিবি / এস এস