ন্যাভিগেশন মেনু

শুভ জন্মদিন সামিনা চৌধুরী


দেশের সঙ্গীতে অন্যতম জনপ্রিয় ও নন্দিত নারী কণ্ঠশিল্পী সামিনা চৌধুরীর জন্মদিন আজ। ১৯৬৬ সালের ২৮ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা কিংবদন্তি সঙ্গীতশিল্পী মাহমুদুন নবী।

‘কবিতা পড়ার প্রহর এসেছে রাতের নির্জনে, জোনাকির আলো নেভে আর জ্বলে শাল মহুয়ার বনে’ অথবা তার কণ্ঠে ‘ওই ঝিনুক ফোটা সাগর বেলায়’, ‘ফুল ফোটে ফুল ঝরে’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘এই জাদুটা সত্যি হয়ে যেত’ প্রভৃতি গান কণ্ঠে তুলে মানুষের হৃদয়ে চিরদিনের জন্য জায়গা করে নিয়েছেন এই সঙ্গীতশিল্পী।

সামিনা চৌধুরীর বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা করেছেন ঢাকার অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে।

সামিনা চৌধুরী বহু সিনেমায় গান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- ‘স্টোরি অব সামারা’, ‘নিঃস্বার্থ ভালোবাসা’, ‘অন্যরকম ভালোবাসা’, ‘জিদ্দি বউ’, ‘দ্য স্পিড’, ‘খোঁজ দ্য সার্চ’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘মায়ের চোখ’, ‘বাপ বড় না শ্বশুর বড়’, ‘স্বামী-স্ত্রীর ওয়াদা’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘তুমি আমার স্বামী’, ‘জন্ম তোমার জন্য’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘চন্দ্রগ্রহণ’, ‘তোমাকেই খুঁজছি’, ‘সন্তান আমার অহংকার’, ‘আমার জান আমার প্রাণ’, ‘তুমি আছো হৃদয়ে’, ‘দারুচিনি দ্বীপ’, ‘মেশিনম্যান’ ও ‘শত্রু শত্রু খেলা’ ইত্যাদি।

গান গাওয়ার পাশাপাশি সামিনা চৌধুরী সঙ্গীত বিষয়ক রিয়্যালিটি শো’র বিচারক হিসেবেও কাজ করেছেন। চ্যানেল আই সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ, এনটিভির ক্লোজআপ ওয়ান ইত্যাদি জনপ্রিয় প্রতিযোগিতায় মূল বিচারক প্যানেলে ছিলেন তিনি।

২০০৮ সালে ‘রানীকুঠির বাকী ইতিহাস’ সিনেমায় ‘আমার মাঝে নেই এখন আমি’ গানটির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ গায়িকার পুরস্কার লাভ করেন সামিনা চৌধুরী। এছাড়া তিনি একবার বাচসাস পুরস্কার এবং দুইবার মেরিল প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

ওআ/