ন্যাভিগেশন মেনু

শ্রীমঙ্গলে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু


মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকা-সিলেট মহাসড়কে বাসের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ইছবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত শিশুর নাম চৈতী দেব (১০)। সে ইছবপুর এলাকার টমটম চালক সুমন দেব এর মেয়ে। বাসটির চালকের নাম রনি মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশের একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় সিলেট থেকে কুমিল্লাগামী দ্রুতগতির একটি বাস চৈতিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

পুলিশ জানায়, এ ঘটনায় স্থানীয়রা মহাসড়ক অবরুদ্ধ করে রাখলে খবর পেয়ে পুলিশ তাদের বুঝিয়ে বলেন। এরপর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং বাসের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

ওয়াই এ/ এডিবি