ন্যাভিগেশন মেনু

সবজি-পেঁয়াজের মূল্য স্থিতিশীল, কমেছে মুরগির দাম


করোনাভাইরাসের সংক্রমণ বাড়ায় সোমবার থেকে চলছে সারাদেশে এক সপ্তাহের লকডাউন। এর মধ্যে বেশিরভাগ পণ্যের মূল্য যেমন- পেঁয়াজ, আলু, গরুর মাংসসহ বেশিরভাগ পণ্যের দাম স্থিতিশীল রয়েছে।

বুধবার (৭ এপ্রিল) সকালে রাজধানীর কারওয়ান এবং মোহাম্মদপুর কাঁচা বাজারে সরেজমিন ঘুরে এমন চিত্র দেখা যায়।

রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়,  আলু ২০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, গরুর মাংস ৬০০ টাকা, কাঁচামরিচ ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লকডাউনের আগে ব্রয়লার মুরগি বিক্রি হতো ১৮০ টাকা, এখন তা ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীরা জানিয়েছেন, লকডাউনের খবরে শনি ও রোববার ক্রেতারা বাড়তি কেনাকাটা করেছেন। এখন বাজারে ক্রেতার চাপ কমে গেছে। এ কারণে দাম কমেছে।

মোহাম্মদপুর মুরগি ব্যাবসায়ী সমির মিয়া বলেন, আমাদের কেনা দিয়ে বেচা, যেদিন যে দামে কিনি তারচেয়ে কিছু টাকা লাভ করে বিক্রি করি। দেশী মুরগি কয়দিন আগে ৩০০ টাকার উপরে ছিলো এখন ২৮০-৩০০ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি ১৮০ টাকা ছিলো এখন ১৫০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

ওআ/