ন্যাভিগেশন মেনু

সরকারি মেডিক্যালে ভর্তি শুরু ২২ মে


সরকারি মেডিক্যাল কলেজে ২০২০-২১ শিক্ষাবর্ষে  আগামী ২২ মে থেকে ভর্তি শুরু হচ্ছে।

রবিবার (২৫ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ডা. এ কে এম আহসান হাবীব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৮ এপ্রিল স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. আলী নূরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ি আগামী ২২ মে থেকে ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি শুরু হবে। ২২ থেকে ৩১ মে পর্যন্ত সরকারি মেডিক্যালে দেশের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে। অন্যদিকে জুলাই মাসের ১ তারিখ থেকে বেসরকারি মেডিক্যাল কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। আগামী ১ আগস্ট থেকে সরকারি-বেসরকারি মেডিক্যালে এমবিবিএস কোর্সের ক্লাস শুরু হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ি, সরকারি মেডিক্যালে বিদেশি শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম চলবে ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত। বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে বাংলাদেশি শিক্ষার্থীরা ১ থেকে ১৫ জুলাই পর্যন্ত ভর্তি হতে পারবেন।

এদিকে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে যাঁরা প্রত্যাশিত ফলাফল পাননি, তারা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, ২০ এপ্রিল থেকে ৫ মের মধ্যে এক হাজার টাকা টেলিটকে এসএমএসের মাধ্যমে জমা দিয়ে পুনর্নিরীক্ষার আবেদন করা যাবে। এজন্য টেলিটকের যেকোনো প্রিপেইড ফোন থেকে আবেদন করা যাবে। এ জন্য DGHS স্পেস RSC স্পেস ROLL NO লিখে পাঠাতে হবে 16222 নাম্বারে। ফিরতি এসএমএসে আবেদনকারী একটি পিন নম্বর পাবেন। ফি দেওয়ার জন্য এই পিন নম্বর দিয়ে DGHS স্পেস RSC স্পেস YES স্পেস PIN নম্বর লিখে পাঠাতে হবে 16222 নম্বরে। এরপর প্রাপ্তিস্বীকার একটি এসএমএস পাবেন আবেদনকারী।

এর আগে গত ২ এপ্রিল দেশের ১৯টি কেন্দ্রের ৫৫ ভেন্যুতে একযোগে মেডিক্যাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ৪ এপ্রিল সন্ধ্যায় ফল প্রকাশ করা হয়। এতে প্রাথমিকভাবে উত্তীর্ণ হয়েছেন ৪৮ হাজার ৯৭৫ জন। তাদের মধ্যে প্রথম ৪ হাজার ৩৫০ জনকে সরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য নির্বাচিত করা হয়েছে।

ওয়াই এ/এডিবি/