ন্যাভিগেশন মেনু

সরকার দক্ষ নাগরিক হিসেবে যুবকদের গড়ে তুলছে : জনপ্রশাসন প্রতিমন্ত্রী


সরকার যুবকদের বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলছে। আজ শুক্রবার জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে দুপুরে মেহেরপুর জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, একটি দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে যুব সমাজ । যুব সমাজের মেধা, সৃজনশীলতা ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে ওঠে দেশ ও জাতির অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিমন্ডল। তাই যুব সমাজ দেশের সম্পদ। এই সম্পদ যেন কোনভাবেই বিপথগামী না হয় সে জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে।

অনুষ্ঠানে যুব কল্যাণ তহবিল থেকে ৫ লাখ ৫০ হাজার টাকার যুবঋণ প্রদান, ১ লাখ ২৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

মেহেরপুরের জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরে উপ-পরিচালক ফিরোজ আহমেদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

ওআ/ এস এস

আজকের বাংলাদেশপোস্টের জাতীয় সংবাদ পেতে এখানে ক্লিক করুন