ন্যাভিগেশন মেনু

সরিষাবাড়ীর মুক্তিযুদ্ধের ইতিহাস (পর্ব-১)

সরিষাবাড়ীতে অযত্নে অবহেলায় শহীদ বেলালের স্মৃতিচিহ্ন


জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কান্দারপাড়া এলাকায় অযত্নে অবহেলায় পড়ে আছে প্রতিরোধ যুদ্ধে নিহত শহীদ বেলাল হোসেনের স্মৃতিচিহ্ন।

এখন আর তার সমাধিতে শ্রদ্ধা জানাতে কেউ যায় না। শহীদ মিনারের সেই দেয়ালটি ভেঙ্গে ছোট্ট ও সরু তিনটি পিলার করা হয়েছে, যা একটু দূর থেকে দেখে বুঝার উপায় নেই যে এটি কি?

শহীদ মিনারটি থেকে মাত্র ৪/৫ ফুট পূর্বপাশে একটি পাকা মসজিদ, উত্তরে হাফিজিয়া মাদরাসা, দক্ষিণে টয়লেট ও প্রস্রাবখানা করা হয়েছে। পশ্চিমদিকে রেলওয়ের জমিতে করা হয়েছে পুকুর। যে কোন সময়ই পশ্চিমদিকে হেলে পড়ে পুকুরে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে রক্তেভেজা ঘটনাস্থলের স্মৃতিচিহ্নটি। এমন পরিস্থিতিতে ছোট পরিসরে হলেও একটি "শহীদ বেলাল স্মৃতি যাদুঘর" নির্মাণ ছাড়া মহান মুক্তিযুদ্ধের স্মৃতি ও ইতিহাস রক্ষা করা সম্ভব নয় বলে মনে করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা।

শহীদ বেলালের যুদ্ধসঙ্গী এবং সেই যুদ্ধে আহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান আজকের বাংলাদেশ পোস্টকে বলেন, '১৯৭১ সালের আগস্ট মাসের ২৬ তারিখে আনুমানিক সকাল ১০টা ৩০ মিনিটের সময় বর্তমানে যমুনা সারকারখানা সংলগ্ন তারাকান্দি এরিয়ায় যুদ্ধের নেতৃত্বদানকারী কোম্পানি কমান্ডার প্রয়াত রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের নেতৃত্বে ২৭ সদস্যের একটি ইউনিট চার ভাগে বিভক্ত হয়ে আমরা কান্দারপাড়া বাজারে অবস্থান নিই। কান্দারপাড়া বাজার এলাকায় যুদ্ধক্ষেত্রে আমাদের অবস্থানস্থল দুর্বা ঘাসে আচ্ছন্ন ছিলো, আমরা ওই ঘাসের মধ্যেই পরিখা/মরিচা খনন করে পজিশন নিয়েছিলাম। আামি, বেলাল হোসেন, আমজাত হোসেন, ইউসুফ আলী, জামাল উদ্দিন ও হাবিবুর রহমান একযোগে (বর্তমানে শহীদ বেলাল নগর) পাক হানাদার বাহিনীর সাথে প্রতিরোধ যুদ্ধ করি। যা মুহুর্তের মধ্যেই ভয়াবহ সম্মুখযুদ্ধে পরিণত হয়। এই যুদ্ধে পাক বাহিনীর ৫ জন এবং মুক্তিবাহিনীর আমি, বেলাল ও আমজাত আহত হই। পরে বেলালকে হানাদার বাহিনী ধরে নিয়ে এই স্থানেই হত্যা করে।'

তিনি আরও বলেন, 'পরে ১৯৭২ সালে রক্তে রঞ্জিত সেই স্থানটি কোম্পানি কমান্ডার প্রয়াত রাষ্ট্রদূত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান নিজস্ব ব্যবস্থাপনায় ১০/১২ ফুট ব্যাসার্ধের সমপরিমাণ জায়গা ইট দিয়ে ঘেরাও করে একটি শহীদ মিনার চিহ্নিত করেন। আমি তখন পাশেই পোগলদিঘা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম। তারপর থেকে প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে প্রধান শিক্ষক প্রয়াত মুজিবুর রহমান খানের নেতৃত্বে খালি পায়ে হেঁটে এখানে বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতেন শিক্ষকসহ ছাত্র-ছাত্রীরা। কিন্তু এখন আর কেও সেখানে শ্রদ্ধা জানাতে যায় না।'

মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান বলেন, 'আমিসহ সকল মুক্তিযোদ্ধাদের দাবি, জরুরিভিত্তিতে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ও ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র থেকে রক্ষা করেন। আমাদের মৃত্যুর আগে দেখে যাওয়ার সুযোগ করে দিবেন। জীবনের শেষ সময়ে সামান্য এ আশাটুকু তো করতেই পারি।'

এমএএম/ ওয়াই এ/এডিবি