ন্যাভিগেশন মেনু

সাভার উপজেলা লকডাউন


করোনাভাইরাসের প্রাদূর্ভাবের কারণে দেশের বর্তমান পরিস্থিতি মোকাবেকায় রাজধানীসহ পাশের জেলা ও উপজেলার মধ্যে সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন করে সাভার উপজেলাকে লকডাউন করে দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে তথ্য নিশ্চিত করেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি পারভেজুর রহমান জুমন।

সিদ্ধান্ত অনুযায়ি, ‘সোমবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের রাজধানীসংলগ্ন সাভারের আমিনবাজারসহ অন্যান্য প্রবেশপথগুলোয় পুলিশের পাহারা বসানো হয়েছে।’

সাভারের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজুর রহমান জুমন বলেন, ‘এখন থেকে সাভারে বসবাসরত কোনো নাগরিক বাইরে যেতে পারবে না। আবার পাশের জেলা ও উপজেলা থেকেও কেউ সাভারে ঢুকতে পারবে না। শুধু পণ্যবাহী গাড়ি ও জরুরি সেবার অন্যান্য পরিবহন চলতে পারবে।’

ইউএনও পারভেজুর রহমান জুমন তার ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘সাভারের জনগণকে রক্ষার্থে আমিনবাজার বর্ডার, কাউন্দিয়া সীমান্ত, ভাকুর্তার মোগরাকান্দা, বটতলা, হযরতপুর ব্রিজ, কাশিমপুর সীমান্ত লকডাউন করার জন্য সকল ইউপি চেয়ারম্যান, সদস্য ও স্বেচ্ছাসেবক ভাইদের আদেশ ও অনুরোধ করা হলো।’

ওয়াই এ/এডিবি