ন্যাভিগেশন মেনু

সুনামগঞ্জে করোনায় কর্মহীন পাঁচ শতাধিক পরিবারে ত্রাণ বিতরণ


সুনামগঞ্জে মহামারি করোনাভাইরাস সংকট মোকাবেলায় বিপদগ্রস্ত, কর্মহীন, দরিদ্র অসহায় পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করেছে এনজিও সংস্থা টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ)।

বুধবার (২৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় পূবালী ব্যাংকের সহযোগিতায় সুনামগঞ্জ পৌরশহরের উচ্চ বালিকা বিদ্যালয়ে এই ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ করেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আল ইমরান রাহুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, পূবালী ব্যাংকের ম্যানেজার সুজিত সাহা, টিএমএসএস সিলেট বিভাগের এরিয়া ম্যানেজার এসএম বাবুল ও জেলা এরিয়া ম্যানেজার ফজলুর রহমান প্রমুখ।

এ সময় সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে ২৫০ পরিবার ও দিরাই উপজেলার ২৫০ পরিবারসহ মোট ৫০০ পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।

দিরাইয়ে ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন প্রমুখ।

এ সময় তাদেরকে ১০ কেজি চাল, তিন কেজি আলু, তিন লিটার তেল, দুই কেজি ডাল, এক কেজি লবণ, মুড়ি এক কেজি ও ৫টি করে সাবান দেওয়া হয়।

এএ/এসএ/এডিবি/