ন্যাভিগেশন মেনু

সুনামগঞ্জে করোনা টিকাদান কার্যক্রম উদ্বোধন


সারাদেশের মতো সুনামগঞ্জে করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ ফেব্রুয়ারি) সাড়ে ১১টায় সদর হাসপাতালে টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ-কে দিয়ে এই ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়।

সদর হাসপাতালের আটটি বুথে টিকা দেওয়া হয়। জেলার ১১ উপজেলায় একসাথে করোনা ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করা হয়। এসব কেন্দ্রে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকা দেওয়া হবে।

এদিন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. শামস উদ্দিন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতসহ সুনামগঞ্জের জনপ্রতিনিধি, চিকিৎসক-নার্স, প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়।

সিবি/এডিবি