ন্যাভিগেশন মেনু

সুন্দরবনে অভয়ারণ্যে বিনা অনুমতিতে মাছ ধরায় আটক ৮


সাতক্ষীরা রেঞ্জের গহিন সুন্দরবনে মান্দার বাড়িয়া অভয়ারণ্যে বিনা অনুমতিতে প্রবেশ করে মাছ ধরায় আট জেলেকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে কৈখালী স্টেশন কর্মকর্তা মোবারক হোসেনের নেতৃত্বে স্মার্ট প্যাট্রোল টিমের সদস্যরা পাঁচ লাখ টাকা মূল্যের একটি ট্রলার, বড়শি ও ১২০ কেজি সামুদ্রিক শাপলাপাতা মাছ ও অন্যান্য জিনিসপত্রসহ জেলেদের আটক করে।

আটক আটজনের মধ্যে তিনজন হলেন - পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার আলিপুর গ্রামের মো. সেলিম, রনজিত হাওলাদার এবং অহিদুর আলী।

সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান বলেন, অভয়ারণ্য অঞ্চলে বিনা অনুমতিতে প্রবেশ করে মাছ ধরার অপরাধে জেলেদের আটক করে বন আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ওয়াই এ/ওআ