ন্যাভিগেশন মেনু

দিনাজপুরে লকডাউনে রাস্তায় সেনাবাহিনী-র‌্যাব-বিজিবি


দিনাজপুরে করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে রাস্তায় নেমেছে বাংলাদেশ সেনাবাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশ।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল থেকে দিনাজপুর জেলা প্রশাসনের নেতৃত্বে ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ দায়িত্ব পালন করছেন।

সরকার ঘোষিত কঠোর লকডাউনের ৭ দিনের প্রথম দিন আজ। লকডাউন বাস্তবায়নের জন্য প্রশাসনের সকলে একযোগে মাঠে নেমেছেন। সকাল থেকে কোনো দোকান, শপিংমল খোলেনি। সেনাবাহিনী মাঠে থাকায় অটোরি‌কশা ও ইজিবাইক চলতে দেখা যায়নি। যে কয়টি অটোরিকশা বা ইজিবাইক চলেছে তা খাদ্যপণ্য পরিবহনের কাজে ব্যবহৃত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে হোটেল-রেস্তোরাঁ খোলা হলেও পার্সেল আকারে খাবার বিক্রি করতে দেখা গেছে।

তবে কাঁচাবাজারসহ অন্যান্য খাবারের দোকান খোলা থাকলেও বিপাকে পড়েছে বাজার করতে আসা জনসাধারণ। বাজার করার পর  অটো ইজিবাইক বা অন্যান্য যানযাহন না পেয়ে হেঁটেই বাড়ি ফিরছেন তারা।

এএস/সিবি/