ন্যাভিগেশন মেনু

সৌদিতে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু


সৌদি আরবে তায়েফে পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ৩ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারি) একটি বাড়িতে পানির ট্যাংক পরিষ্কার করতে নেমে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তাদের মৃত্যু হয়।

মৃত তিন বাংলাদেশি হলেন, মুহাম্মদ লিটন, ফয়সাল ও মেহেদী। লিটনের বাড়ি কুমিল্লা এবং ফয়সাল ও মেহেদির বাড়ি চাঁদপুর জেলায়। তাদের মরদেহ স্থানীয় তায়েফ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

জানা যায়, মৃত ওই তিনজনের মরদেহ দেশে পাঠানোর চেষ্টা করছে সৌদি আরবস্থিত বাংলাদেশ দূতাবাস। এরইমধ্যে পরিবারের কাছে তাদের মৃত্যুর খবর জানানো হয়েছে।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কল্যাণ কাউন্সিলর মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মৃতদের পরিবারের ইচ্ছা অনুযায়ী সৌদি আরবে আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ দেশে পাঠানো অথবা স্থানীয়ভাবে দাফনের ব্যবস্থা করা হবে বলেও জানান আমিনুল ইসলাম।

সিবি/এডিবি