ন্যাভিগেশন মেনু

সৌমিত্রের অবস্থার উন্নতি হলেও সঙ্কটমুক্ত নন, ফের করোনা পরীক্ষা


চিকিত্সায় সাড়া দিচ্ছেন করোনা আক্রান্ত ৮৫ বছর বয়সী কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থা আপতত স্থিতিশীল, গতকালই খুলে নেওয়া হয়েছে তাঁর বাইপ্যাপ সাপোর্ট। মঙ্গলবার সন্ধ্যায় জারি মেডিক্যাল বুলিটিনেই একথা জানিয়েছিল বেলেভিউ কর্তৃপক্ষ। যদিও এখনও সঙ্কটমুক্ত নন ‘ফেলুদা’।

বুধবার (১৪ অক্টোবর) সৌমিত্রের ফের করোনা পরীক্ষা করা হবে। কো-মর্বিডিটি এবং বয়সজনিত কারণে মাঝেমধ্যেই শারীরিক পরিস্থিতির অবনতি হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, গত এক সপ্তাহের বেশি সময় ধরে হাসপাতালে ভর্তি অভিনেতা। হাসপাতাল সূত্রে খবর, দু’বার প্লাজমা থেরাপিতে কাজ দিয়েছে। শারীরিক পরিস্থিতির উন্নতি হয়েছে। প্রয়োজনে আবারও তা করা হতে পারে। অঙ্গ-প্রত্যঙ্গ সচল রয়েছে অভিনেতার। শরীরে সোডিয়াম-পটাশিয়ামের তারতম্য ছিল। সোডিয়ামের মাত্রা বৃদ্ধি এখনও উদ্বেগে রেখেছে চিকিৎসকদের। মঙ্গলবারই ইকো, ইসিজি এবং রক্তপরীক্ষা হয় প্রবীণ অভিনেতার। আজ, ফের এমআরআই করা হতে পারে।

হাসপাতালের এক আধিকারিক বলেন, “এখনই ইনভেসিভ ভেন্টিলেশনে রাখার কথা চিন্তাভাবনা করা হচ্ছে না। তিনি সঙ্কটমুক্ত নন ঠিকই, তবে চিকিৎসায় সাড়া দিচ্ছেন।” সৌমিত্রের প্রস্টেটের পুরনো কর্কটরোগ ফিরে এসেছে। ছড়িয়ে পড়েছে ফুসফুস এবং মস্তিষ্কে। সংক্রমণ ঘটেছে মূত্রথলিতে। মেডিক্যাল টিম সর্বক্ষণই তাঁর চিকিৎসায় রয়েছেন। তবে করোনার কারণে মস্তিষ্কে ‘এনসেফালোপ্যাথি’ এখন চিকিৎসকদের চিন্তার কারণ।

গত ৬ অক্টোবর করোনা আক্রান্ত সৌমিত্র ভর্তি হন বেলেভিউ হাসপাতালে, শুরুর দিকে তাঁর শারীরিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও গত শুক্রবার তা আচমকাই বিগড়ে যায়। এরপর আইটিইউতে স্থানান্তরিত করতে হয় অভিনেতাকে। এই মুহূর্তে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে গঠিত ১৬ জন চিকিত্সকের একটি টিম প্রতি মুহূর্তে সৌমিত্রর পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

ওআ/