ন্যাভিগেশন মেনু

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ভারতও উদযাপন করবে: দোরাইস্বামী


বাংলাদেশের পাশাপাশি ভারতেও ‘বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’ অনুষ্ঠান উদযাপন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। 

ভারতীয় হাইকমিশনের সহায়তায় জাতীয় প্রেসক্লাবের মিডিয়া সেন্টার সংস্কার ও আধুনিকায়ন সম্পন্ন উদ্বোধন অনুষ্ঠানে সোমবার তিনি একথা বলেন। 

বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকী উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার বলেন, এই মাসেই ভারতের বিশেষ অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’র সঙ্গে এ উৎসব উদযাপন এবং বাকি বছর দুই দেশ একসঙ্গে অনেক অনুষ্ঠানে অংশ নেবো।

 ভারত সব সময় বাংলাদেশকে গুরুত্ব দেয়। বাংলাদেশের স্বাধীনতা ও মানুষের লড়াইকে শ্রদ্ধা করে। ১৯৭১ সাল থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তৈরি হয়েছে। বাংলাদেশ ভারতের বিভিন্ন ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সহযোগী। 

একাত্তর সালে যে সম্পর্ক হয়েছিলো, সেটি এখনও রয়েছে। ভবিষ্যতে এ দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে চলেছে উল্লেখ করে হাইকমিশনার বলেন, ‘এই গুরুত্বপূর্ণ মাসে জাতীয় প্রেসক্লাবে আসতে পেরে তিনি আনন্দিত।   

দোরাইস্বামী বলেন, ‘জাতীয় প্রেসক্লাব এমন একটি স্থান, যা বাংলাদেশের চেতনার মূর্ত প্রতীক।দোরাইস্বামী বলেন, ‘তারা বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের গল্পকে মূল্য এবং সম্মান দেয়।  

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত কাজে ভূমিকা রাখছে। এখানে শুধু সাংবাদিকই নয় কবি, লেখক, চলচ্চিত্র নির্মাতারাও রয়েছেন। আমরা প্রেস ক্লাবের মিডিয়া সেন্টারের উন্নয়ন কাজের সহযোগী হতে পেরে আনন্দবোধ করছি।

যদি আমরা সুযোগ পাই আগামীতে আরও ভূমিকা রাখব। হাইকমিশনার আরও বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বের ভিত্তি রচিত হয়েছে। এটি অব্যাহতভাবে এগিয়ে যাচ্ছে। এখানে মিডিয়ার ভূমিকা সবসময় গুরুত্বপূর্ণ। 

ভারতের মানুষ বাংলাদেশের মিডিয়ার ওপর বিশেষ নজর রাখে, কারণ বাংলাদেশের মিডিয়া ভাইব্রেন্ট, ফ্রি ও কালারফুল। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক ইলিয়াস খান সহ ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তা ও সিনিয়র সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। 

ভারতীয় হাইকমিশনার বলেন, আমি আশা করি এই মিডিয়া সেন্টারটি সকলের কাজে সাহায্য করবে। মিডিয়া সহযোগিতা বাংলাদেশের বিভিন্ন সেক্টরের জন্য অপরিহার্য। তিনি বলেন, বাংলাদেশের ভিত্তি ভাষা, ভাস্কর্য, সংস্কৃতিসহ বোঝাপড়ার ওপর দাঁড়িয়ে আছে। 

এ সম্পর্ক এগিয়ে নিতে জাতীয় প্রেসক্লাব আমাদের জন্যও গুরুত্বপূর্ণ। প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমীন বলেন, ‘দুই দেশের মধ্যকার সম্পর্ক সর্বত্র প্রসারিত হচ্ছে এবং উভয় দেশের গণমাধ্যমের মধ্যে আরও সহযোগিতার ওপর জোর দেন।

তিনি মিডিয়া সেন্টার সংস্কার কাজে ভারতীয় হাইকমিশনের অবদানের কথা স্মরণ করেন।সভাপতি বলেন, ‘তারা এই সহযোগিতার জন্য ঢাকায় ভারতীয় হাইকমিশনের কাছে চিরকৃতজ্ঞ। 

এস এস