ন্যাভিগেশন মেনু

স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করে গেছেন বঙ্গমাতা: তাপস


বঙ্গবন্ধুকে ছায়ার মতো আগলে রেখে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব স্বাধীনতা সংগ্রামের জন্য কাজ করে গেছেন বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এসময় মেয়র বলেন, ‘বঙ্গমাতা ছিলেন প্রচার বিমুখ। বঙ্গমাতা বাঙালি জাতিকে পরিবারের মতো আগলে রাখতেন। বঙ্গবন্ধু যখন জেলে ছিলেন তিনি তখন স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। তার অনুপ্রেরণা ও সহযোগিতা না থাকলে বঙ্গবন্ধুর পক্ষে একা স্বাধীনতা অর্জন সম্ভব হতো না। তার ইতিহাস সেভাবে প্রচার হয়নি।’

তিনি বলেন, ১৫ আগস্ট ঘাতকদের বুলেটের আঘাতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যরা জীবন দিয়েছেন। তিনি ছিলেন অসীম সাহসী নারী। বঙ্গবন্ধুকে বিভিন্নভাবে পরামর্শ দিয়ে স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিয়েছেন। মহীয়সী এ নারীর ৯০তম জন্মদিনে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

এমআইআর/এডিবি