ন্যাভিগেশন মেনু

করোনার দায়িত্ব পালনকালে আহত এসিল্যান্ড জীবন সংকটে


সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত যশোরের ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) ডা. কাজী নাজিব হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হচ্ছে।

গত ২৯ মার্চ (রবিবার) ঝিকরগাছায় করোনাভাইরাস (কভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে হোম কোয়ারেন্টাইন ও সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য অভিযান পরিচালনার সময় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পায়ে গুরুতর আঘাত পান তিনি।

এতে তার ডান পায়ের টিবিয়া ফিবুলা ও ডান ক্ল্যাভিকল ভেঙে যায়।

পরে যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী ও তার প্রেমিক নিহত 

পরবর্তীতে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে জানান, তার অগ্ন্যাশয়ে সংক্রমন হয়েছে এবং বিষয়টি আশংকাজনক।

এই পরিস্থিতিতে তার উন্নত চিকিৎসার বিষয়ে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে কাজী নাজিব হাসানের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। 

অ্যাসোসিয়েশনের সভাপতি হেলালুদ্দিন আহমদ - এর নিবিড় প্রচেষ্টায় অসুস্থ্য এই কর্মকর্তাকে বুধবার সকালে ফরিদপুর থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনার ব্যবস্থা নেওয়া হয়েছে।

এডিবি/