ন্যাভিগেশন মেনু

হালুয়াঘাট ও নাকুগাঁও স্থলবন্দরের ব্যবহার বাড়াতে হবে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর


ময়মনসিংহের হালুয়াঘাট ও শেরপুরের নাকুগাঁও এই দুই স্থলবন্দরের ব্যবহার বাড়াতে হবে বলে জানিয়েছেন ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড কঙ্কাল সাংমা।

আজ শুক্রবার বিকালে ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সঙ্গে এক দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বৈঠকে তিনি এ কথা বলেন।

 ‘এ দুই স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাড়ানোর মাধ্যমে দুই দেশের ব্যবসায়ীদের সম্পর্কও উন্নত হবে এবং এতে উভয় দেশই ব্যবসায়িকভাবে উপকৃত হবে’বলেও জানান কনরাড কঙ্কাল সাংমা।

এসময় ময়মনসিংহ সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু শেরপুরের নাকুগাঁও এবং হালুয়াঘাট স্থলবন্দর দিয়ে আমদানি করা কয়লা ও পাথর নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের নানা হয়রানির কথা তুলে ধরেন।

মেয়র এ বিষয়ে ব্যবস্থা নিতে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সহযোগিতা একান্তভাবে কামনা করেন।

এছাড়া কনরাড কঙ্কাল সাংমার কাছে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বৈঠকে পুরনো ব্রহ্মপুত্র নদ ড্রেজিং কাজ শুরু হওয়ায় জলপথে দুই দেশের ব্যবসা বাড়ানোরও প্রস্তাব দেন মেয়র টিটু।

প্রসঙ্গত, সকালে হালুয়াঘাট স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্টরা জানান, ময়মনসিংহ ও হালুয়াঘাট এলাকা ঘুরে দেখতে তিনি ব্যক্তিগত সফরে আসেন।

ওয়াই এ/ ওআ

বিস্তারিত জানতে ভিজিট করুনঃ  https://www.ajkerbangladeshpost.com