ন্যাভিগেশন মেনু

হ্যাট্রিক করে দিল্লির মসনদে বসতে চলেছেন কেজরিওয়াল


ভারতের শাসকদল বিজেপিকে নাকেরজল-চোখেরজল এক করিয়ে তৃতীয়বারের জন্য দিল্লির মসনদে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। আশা জাগিয়েও, শেষ পর্যন্ত লজ্জাজনক হার বরণ করতে বাধ্য হলো বিজেপি।

অপরদিকে এক সময়ের প্রভাবশালী তথা ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী দল কংগ্রেস রাজধানী দির্লির বুক থেকে ধুয়েমুছে সাফ।

দিল্লি নির্বাচনের পরিপ্রেক্ষিতে বিজেপি সভাপতি জে পি নাড্ডার  টুইট-  ‘দিল্লির জনমত মাথা পেতে স্বীকার করে নিচ্ছি। আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করব।

এদিকে দুপুর সাড়ে তিনটায় বিরাট জয়ের পর প্রথম মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বললেন, “দিল্লিবাসী আপনারা চমকে দিয়েছেন। আমি আপনাদের ভালবাসি।

আপনারা যাঁরা আমাকে নিজের ছেলে ভেবে এত সমর্থন করলেন, আমাকে ভোট দিলেন, এটা তাঁদের সবার জয়।এটা সেইসব পরিবারের জয় যাঁরা বিনামূল্য বিদ্যুৎ পান। এটা তাঁদের জয় যাঁরা হাসাপাতালে ফ্রিতে চিকিৎসা পান।’

তিনি বলেন- ‘দিল্লির মানুষ বার্তা দিয়েছেন, যাঁরা কাজ করেছে তাঁরাই ভোট পাবেন। এই জয় বিজলি-পানি-সড়কের জয়। এটা শুধু দিল্লির জয় নয়, এটা আমাদের ভারত মাতার জয়। গোটা দেশের জয়।

 গত পাঁচবছর আমরা যেভাবে কাজ করেছি। আগামী পাঁচ বছরও একইভাবে কাজ করব। আমি সব দিল্লিবাসীকে ধন্যবাদ দিতে চাই। দলের কর্মীদের ধন্যবাদ দিতে চাই।’

হাড্ডাহাড্ডি লড়াই শেষে দিল্লির পাটপড়গঞ্জ আসনে জিতলেন আম আদমি পার্টি প্রার্থী তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া।সকাল থেকে একাধিকবার পিছিয়ে পড়েছিলেন তিনি।

এস এস