ন্যাভিগেশন মেনু

১১৪ রানে ৭ উইকেট হারিয়ে চাপে শ্রীলঙ্কা


শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের দেওয়া ২৪৭ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ছয় উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার ৪ বল শেষে ১১৪ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে সফরকারী শ্রীলঙ্কা। উইকেটে আছেন এখন আসেন বান্দারা ও উদানা।

ঘূর্ণি জাদুতে দুটি উইকেট নিয়েছেন সাকিব আল হাসান। ক্রিকেট মহাতারকা এলবিডব্লিউ’র ফাঁদে ফেলেন ধনাঞ্জয়া ডি সিলভাকে। তার আগে স্পিন জাদু দেখান সাকিব আল হাসান। বিশ্বসেরা এ অলরাউন্ডার বিদায় করে দেন পাথুম নিসানকাকে। ২০ রান নিয়ে তিনে নামা নিসানকা ক্যাচ তুলে দেন তামিম ইকবালের হাতে।

উইকেট শিকারীর তালিকায় নাম লেখান মেহেদী হাসান মিরাজও। প্রথম ম্যাচে বল হাতে আলো ছড়ানো তারকা এ স্পিনারের এলবিডব্লিউ’র ফাঁদে শিকার হন কুশল মেন্ডিস। ফেরার আগে লঙ্কান দলীয় স্কোরে তিনি যোগ করেন ১৫ রান। এছাড়া হাসারাঙ্গাকে আউট করে বাংলাদেশকে সপ্তম উইকেট উপহান দেন তিনি।

উইকেট পান মুস্তাফিজুর রহমানও। তারকা এ টাইগার পেসার ফেরালেন দানুশকা গুনাথিলাকাকে। ২৪ রান করে মুস্তাফিজের বলে সাকিব আল হাসানের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছাড়েন এ লঙ্কান ওপেনার।

আর শ্রীলঙ্কার ব্যাটিং লাইন-আপে প্রথম আঘাত হানেন শরিফুল ইসলাম। তরুণ এ পেসার অভিষেক ম্যাচের তৃতীয় ওভারেই পান উইকেটের দেখা। শরিফুলের বলে তামিম ইকবালের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লঙ্কান ক্যাপ্টেন কুশল পেরেরা। ওপেনিংয়ে নেমে তিনি সংগ্রহ করেন ১৪ রান।

এরআগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। ম্যাচের শুরুতেই দুই উইকেট খুইয়ে বিপাকে পড়লেও টাইগার উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে ৪৮.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ লড়াকু স্কোর সংগ্রহ করেছে স্বাগতিক বাংলাদেশ।

এমআইআর/এডিবি