ন্যাভিগেশন মেনু

১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী


করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ রোধে ১৮ বছরের ঊর্ধ্বে প্রাপ্তবয়স্ক সব নাগরিককে টিকার আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তন থেকে জুম কনফারেন্সে যুক্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড আইসিইউ ও বহির্বিভাগ (ওপিডি) শেড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘টিকা দেয়ার ক্ষেত্রে বয়সসীমা কমানোর ব্যাপারে চিন্তাভাবনা চলছে। স্কুল কলেজ খোলার স্বার্থেই ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের টিকার আওতায় আনা হবে।’

এসময় তিনি বলেন, ‘ইতোমধ্যে করোনাবিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি এ ব্যাপারে সরকারের কাছে পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে। শিগগিরই এ ব্যাপারে সিদ্ধান্ত আসবে।’

জাহিদ মালেক বলেন, ‘উত্তর ও দক্ষিণবঙ্গে করোনার সংক্রমণ ও মৃত্যু কিছুটা কমেছে। লকডাউনের সুফল শুরু হয়েছে। তবে গ্রামে করোনা আক্রান্ত বেশি হচ্ছে। তাদের সচেতনতার অভাব রয়েছে। তারা শুরুতেই হাসপাতালে আসতে চান না।’ গ্রাম পর্যায়ে তদারকির ব্যবস্থা রাখার ব্যাপারেও জোর দেন তিনি।

ওআ/