ন্যাভিগেশন মেনু

২২ ঘণ্টা পর কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ-স্পিডবোট চালু


বৈরী আবহাওয়া,  প্রচণ্ড স্রোত ও নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ২২ ঘণ্টা পর মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিড বোট চলাচল শুরু হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) ১১টা থেকে  এ নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হয়। ফেরিতে চাপ থাকায় নদী পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ জানায়, এ রুটে ১৬টি ফেরির মধ্যে ৮টি ফেরি ধারণ ক্ষমতার কম যানবাহন নিয়ে যাতায়াত করলেও প্রচুর যাত্রী চাপ রয়েছে। এদিকে ফেরি চলাচল বিঘ্নিত হওয়ায় নদী পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশ’ যানবাহন।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল জানান, শিমুলিয়ায় চারটি ফেরি ঘাটের মধ্যে তিনটি ঘাট চালু রয়েছে।

বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ী ঘাট ম্যানেজার আবদুল আলিম জানান, ২২ ঘণ্টা লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের প্রচুর চাপ ছিল। এখন চাপ কিছুটা হলেও কমবে।

ওয়াই এ/ এডিবি