ন্যাভিগেশন মেনু

৭৪তম কান উৎসবে আঁ সার্তে রিগায় পুরস্কার পেল যে ছবিগুলো


বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আসর কান উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগের পুরস্কার ঘোষণা করা হয়েছে। ফ্রান্সের কান শহরের পালে দো ফেস্টিভ্যাল ভবনের দেবুসি থিয়েটারে বাংলাদেশ সময় শুক্রবার (১৬ জুলাই) রাত ১২টায় বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

কান চলচ্চিত্র উৎসবের আঁ সার্তে রিগায় গ্র্যান্ড প্রাইজ পেয়েছে রাশিয়ার ছবি ‘আনক্লেনচিং দ্য ফিস্টস’। এর নির্মাতা কিরা কোভালেঙ্কো এবং প্রযোজক আলেক্সান্ডার রোদনিয়ানস্কি ও সার্জেই মেলকুমভ। 

এই বিভাগের জুরি প্রাইজ পেয়েছে অস্ট্রীয় নির্মাতা সেবাস্তিয়ান মিজের ‘গ্রেট ফ্রিডম’; দ্য অনসাম্বল প্রাইজ জিতে নেয় ফরাসি অভিনেত্রী, লেখক ও নির্মাতা হাফসিয়া হের্জির ‘গুড মাদার’; প্রাইজ অব কারেজ নিয়েছে রোমানিয়ার তিওদোরা না মিহাইয়ের ‘লা সিভিল’; আইসল্যান্ডের ভ্লাদিমির জোহানসনের ‘ল্যাম্ব’ জিতে নিয়েছে প্রাইজ অব অরিজিনালিটি এবং স্পেশাল মেনশন পেয়েছে মেক্সিকোর তাতিয়ানা হুজোর ‘প্রেয়ারস ফর দ্য স্টোলেন’। 

এদিকে ৭ জুলাই কানের সাল দুবুসিতে ‘রেহানা মরিয়ম নূর’-এর উদ্বোধনী প্রদর্শনীর মধ্য দিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। কানের অফিশিয়াল সিলেকশনে প্রথমবারের মতো বাংলাদেশি কোনো সিনেমা অংশগ্রহণ করে। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। আজ শনিবার (১৭ জুলাই) রাত সাড়ে ১১টায় ৭৪তম কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম পাওয়া ছবির নাম ঘোষণা করা হবে।

ওআ/