ন্যাভিগেশন মেনু

‘অন্তর্জাল’ সিনেমায় যুক্ত হলেন মিম


‘ঢাকা অ্যাটাক’ খ্যাত নির্মাতা দীপংকর দীপনের নতুন সিনেমা ‘অন্তর্জাল’-এ যুক্ত ছিলেন সিয়াম আহমেদ ও সুনেরাহ বিনতে কামাল।

এবার সিনেমাটির সঙ্গে যোগ হলেন ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। এ সিনেমায় আইটি স্পেশালিস্ট হিসেবে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

রবিবার (২০ জুন) মিমের সঙ্গে চুক্তিও সেরে ফেলেছে সিনেমাটির নির্মাণ প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এ সময় উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক সাদেকুল আরেফীন ও সহ-প্রযোজক শাহ আমীর খসরুসহ অনেকেই।

চলচ্চিত্র পরিচালক দীপংকর দীপন বলেন, ‘এই সিনেমায় সাইবার অ্যাটাকের ক্ষেত্রে দেশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিজিডি ই-গভ সার্টের একজন কর্মকর্তা হিসেবে অভিনয় করবেন বিদ্যা সিনহা মিম। তিনি দেশের বাইরে থেকে প্রযুক্তি ও সাইবার বিষয়ে পড়াশোনা করে আসা এক তরুণী। তার চরিত্রে থাকবে নানান উত্থান-পতন ও নাটকীয়তা।’

লাক্স চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মীম বলেন, ‘প্রযুক্তিখাত ও সাইবার দুনিয়ায় নারীদের এগিয়ে আসার অনুপ্রেরণা যোগাতে সিনেমাটিতে যুক্ত হয়েছি। এ ধরনের গল্প ও চরিত্র বাংলা সিনেমায় আগে আসেনি। চলচ্চিত্রটিতে আমি কাজ করার সুযোগ পেয়ে আনন্দিত। তাছাড়া দীপনদার সঙ্গে কাজের আগ্রহ অনেকদিনের। সেই ইচ্ছাও পূরণ হতে যাচ্ছে।’

দীপংকর দীপনের প্রথম ছবি ‘ঢাকা অ্যাটাক’। পুলিশ অ্যাকশন থ্রিলারধর্মী সিনেমাটির মাধ্যমে তিনি দর্শকদের কাছে আস্থা অর্জন করেন। র‌্যাবের পৃষ্ঠপোষকতায় তার আরেক ছবি সুন্দরবনের জলদস্যু ও রূপ বৈচিত্র্য নিয়ে ‘অপারেশন সুন্দরবন’ মুক্তির অপেক্ষায়। এর মধ্যেই তিনি শুরু করতে যাচ্ছেন ‘অন্তর্জাল’। শিগগিরই সিনেমাটির শুটিং শুরু হতে পারে।

‘অন্তর্জাল’র গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।

উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক চ্যানেল আই ডিজিটাল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান দীপনকে সঙ্গে নিয়ে ছবিটির ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন।

ওআ/