ন্যাভিগেশন মেনু

'মিরসরাইতে টেকনোলজি ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করবো'


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে (চট্টগ্রাম-১ মিরসরাই) আসন থেকে দলীয় মনোনয়নে বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পুত্র মাহবুব উর রহমান রুহেল নৌকা প্রতীকে প্রচারণায় ভোটারদের মাঝে আগ্রহ বেড়েছে। তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোট দেয়ার জন্য অনুরোধ জানান। তিনি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য। পিতার পাশে থেকে মিরসরাইয়ের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখেন। এছাড়া দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে তিনি বেইজ লিমিটেড নামের একটি আইটি সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলার ইছাখালীসহ বিভিন্ন ইউনিয়নে উঠান বৈঠকে করেন।

প্রচারণায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগের পাশাপাশি অরাজনৈতিক সংগঠন এবং ভোটারদের সমর্থন পেতে দেশের উন্নয়ন কর্মকান্ড ও বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন রুহেল।

এদিকে উঠান বৈঠকে তিনি বলেন, তরুণদের কর্মসংস্থান বাড়ানো হবে। মিরসরাই গড়ে উঠছে এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এলাকার চিত্র পাল্টে যাবে। এটার সুফল এখানকার জনগন ভোগ করবেন। অর্থনৈতিক অঞ্চলে চাকরীর জন্য আমি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো। যাতে দক্ষ হয়ে যুবকেরা এখানে চাকরী পায়। মিরসরাইতে টেকনোলজি বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, আমার বাবাকে মিরসরাইয়ের মানুষ যেরকম ভালোবাসা দিয়েছে। সেটা আমি চাইবো আপনাদের সেবা করে। আমার বাবা দীর্ঘ ৫৪টি বছর মিরসরাইবাসীর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমিও বাবার মত সাধারণ জনগনের পাশে থাকতে চাই। বাবার দেখানো পথেই আমি হাঁটতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হতে চাই। বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই। স্বপ্নের পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অসংখ্য উন্নয়নের নমুনা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এক সময় বাংলাদেশের মানুষ এসব কল্পনা করতে পারেনি। অথচ এগুলাই আজ বাস্তব। তাই উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে সুশৃঙ্খলভাবে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

তিনি ৫ নং ওসমানপুর ইউনিয়ন, ৬ নং ইছাখালী ইউনিয়নে উঠান বৈঠক, গণসংযোগ, ভোটারদের বিভিন্ন কথা শুনেছেন এবং ভোটারদের মাঝে প্রত্যাশা বাড়ছে।

তিনি বলেন, এই ইছাখালীতে সিঙ্গাপুরের অর্ধেক আয়তন নিয়ে ৩৩০০০ একর জায়গায় প্রতিষ্ঠিত হচ্ছে মিরসরাই ইকোনমিক জোন তথা বঙ্গবন্ধু শিল্পনগর। আগামী কয়েকবছরে ৩০ লক্ষ লোকের কর্মসংস্থান হবে। এই ইকোনোমিক জোনের প্রতিষ্ঠা কালে এটার ম্যাপ তৈরি এবং সম্ভাব্যতা যাচাই রিপোর্ট তৈরি করে আমার পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ। সেই ইছাখালী বিনিয়োগ এর প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

এসময় প্রায় ২৮০০০ ভোটার অধ্যুষিত এই ইউনিয়নের টি ওয়ার্ডে সকাল হতে উঠান বৈঠকে রুহেলের চিন্তাভাবনায় ভোটারদের মাঝে ব্যাপক উচ্ছাস দেখা গেছে। প্রচারণায় এক ধাপ এগিয়ে রয়েছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনের নৌকার প্রার্থী মাহবুব রহমান রুহেল।
সর্বত্রই নির্বাচনী প্রচারণা উৎসব। রাজপথ থেকে শুরু করে অলিগলি এবং সড়কে ভোটারদের কাছে গিয়ে ভোট চাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী রুহেল ও তার কর্মী-সমর্থকরা। ভোটারদের সঙ্গে গণসংযোগ, মিছিল, মাইকিং, পথসভা, ঘরোয়া বৈঠক, উঠান বৈঠক, মতবিনিময় সভাসহ নানা কর্মসূচিতে ব্যস্ততম দিন পার করছেন। ভোটারদের দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

এর আগে চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুব রহমান রুহেলের নির্বাচনি প্রচারে নেমেছেন মা আয়েশা মোশাররফ ও ভাবি তাহমিনা রহমান এবং বর্তমান পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। নির্বাচনী এলাকা মীরসরাইয়ে দিনভর ঘুরে মানুষের ঘরে ঘরে গিয়ে তারা নৌকা প্রতীকের জন্য ভোট চেয়েছেন। ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের চার ছেলের মধ্যে বড় ছেলে সাবেদুর রহমানের স্ত্রী তাহমিনা রহমান। নৌকার প্রার্থী রুহেল মোশাররফের দ্বিতীয় সন্তান।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবার নির্বাচন না করার সিদ্ধান্তের পরে দলটির পার্লামেন্টারি বোর্ড প্রার্থী করেছে তার ছেলে রুহুেলকে।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে নৌকার প্রার্থী মাহবুব রহমানের রুহেলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন ঈগল প্রতীকে ভোটের মাঠে লড়াই আছেন।

এছাড়াও মোহাম্মদ এমদাদ হোসাইন চৌধুরী- জাতীয় পার্টি (লাঙ্গল), মো. আব্দুল মান্না- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ (চেয়ার), মো. ইউসুফ, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ (টেলিভিশন), মো. নুরুল করিম আবছার, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি (একতারা), শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল (হাত পাঞ্জা)।

উল্লেখ্য, মাহবুব উর রহমান রুহেলের পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৭০’র নির্বাচনে এমএনএ এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাাচনসহ মোট সাত বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মিরসরাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুই দুইবার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়েরও দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য ও মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।