ন্যাভিগেশন মেনু

অবস্কিউর আর্টিস্টস অব বাংলাদেশের উদ্যোগে অনলাইন চিত্রাঙ্গন প্রতিযোগিতা আগামী মাসে


আড়ালে থাকা বাংলাদেশের উৎসাহী শিল্পীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম-ভিত্তিক শিল্পীদল ‘অবস্কিউর আর্টিস্ট অব বাংলাদেশ’ আকর্ষণীয় পুরস্কার নিয়ে অনলাইনে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। ‘থিংস বিহাইন্ড মাই পেইন্টিং’ শিরোনামের এই প্রতিযোগিতা পয়লা মে থেকে ৩০ মে অবধি চলবে।

বিচারের মূল বিষয় হচ্ছে কে কতটা গভীরভাবে নিজের কাজকে উপলব্ধি করছে তাই ফুটিয়ে তুলতে হবে ক্যানভাসে। আর ভাবনার গভীরতা সবার মাঝে ছড়িয়ে দিতে লিখতে হবে পেইন্টিংটি নিয়ে নিজস্ব ভাবনাগুলো। 

পেইন্টিং সম্পর্কে বর্ণনা সর্বোচ্চ ২০০ শব্দ পর্যন্ত লেখা যাবে। পোস্ট মনোনীত হওয়ার পর গুগল ফর্ম ফিলাপ করে কমেন্টে ‘ডান’ লিখে দিতে হবে।

রুলসের বাইরের পোস্টগুলো অনুমোদন করা হবেনা। এবারের কনটেস্ট এ কোনো নির্ধারিত ক্যাটাগরি থাকছে না। যে কোনো তিন জনকে বিজয়ী ঘোষণা করা হবে।

বাংলাদেশে পিছিয়ে থাকা উৎসাহী শিল্পীদের আন্তর্জাতিক স্তরের শিল্পীদের পর্যায়ে নিতে তাদের প্রশিক্ষণ দিতে গ্রুপটি এই উদ্যোগ নিয়েছে।

আয়োজকরা বলছেন, “সঠিক প্ল্যাটফর্মের অভাবে শিল্পীরা তাদের অসামান্য সৃজনশীলতা বিশ্বের কাছে প্রকাশ করতে অক্ষম। সুতরাং, আমরা তাদের শিল্পকর্মগুলি প্রদর্শন করার এবং অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য তাদের উৎসাহিত করার জন্য সমান সুযোগ দেওয়ার জন্য প্রস্তুত।”

বিশিষ্ট শিল্পী ও গ্রুপের এডমিন খাদিজাতুল কুবরা বলেন, “এই ইভেন্টের মাধ্যমে আমাদের সদস্যরা তাদের চিন্তার প্রক্রিয়া এবং তাদের চিত্রকর্মের স্টাইল সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ করতে পারবেন।”

প্রতিযোগিতার ফলাফল চলতি বছরের ১৫ জুন ঘোষণা করা হবে। কোভিড মহামারী পরিস্থিতির কারণে আন্তর্জাতিক অনলাইন অনুষ্ঠানের ব্যবস্থা করেছে। ‘অবস্কিউর আর্টিস্টস অব বাংলাদেশ’র এডমিন ও মডারেটররা সর্বদা এই গ্রুপের সদস্যদের জন্য সর্বোত্তম সেবা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

এস এস